সূর্যমুখী ফুল চাষ পদ্ধতি ও আয় ব্যয় সুবিধা অসুবিধা। ব্যবসার আইডিয়া কম টাকায় সূর্যমুখী চাষ। Sunflower Farming in Bangladesh. সূর্যমুখী উৎকৃষ্ট তেল জাতীয় ফসল। সূর্যমুখী ফুল এর বীজে শতকরা ৪০ থেকে ৪৫ ভাগ উপকারী লিনোলিক এসিড রয়েছে এবং কোনো ক্ষতিকর ইরোসিক এসিড নেই। পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপক চাষ হয় তবে বাংলাদেশের মাটি ও জলবায়ু সূর্যমুখী চাষের উপযোগী হলেও তেমন ব্যাপক ভাবে চাষ হয় না। সরিষা চাষের চেয়েও লাভজনক ব্যবসা সূর্যমুখী চাষ। সূর্যমুখীর বীজ বিভিন্ন পাখির খাবার হিসাবে ব্যবহার হয়ে থাকে আর সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল ভোজ্যতেল হিসাবে ব্যবহার করা হয়। সূর্যমুখী ফুলের তেল অনেক স্বাস্থ্য সচেতন মানুষ ভোজ্য তেল হিসেবে ব্যবহার করে থাকে। বাজারে সরিষার তেলের চেয়ে সূর্যমুখী তেলের দাম অনেক বেশি থাকে। সূর্যমুখী ফুল চাষ সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করতে পারলে এটি একটি লাভজনক ব্যবসা। লাভজনক ব্যবসা সূর্যমুখী ফুল চাষ করে ৩৩ শতক জমিতে ৫ থেকে ৬ হাজার টাকা খরচ করে অন্যান্য ফসলের তুলনায় অধিক আয় করা সম্ভব। বাংলাদেশের কৃষি দিন দিন এগিয়ে যাচ্ছে নুতন ভাবে আধুনিক চাষে। আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ করে সফল হচ্ছে অনেক কৃষক এবং তরুণ উদ্যোক্তা। নতুন ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হচ্ছে এই সকল কৃষক ও তরুণ উদ্যোক্তারা। টাকা আয় এর পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই সফল উদ্যোক্তা বা কৃষকেরা। আধুনিক কৃষি নিয়ে কাজ শুরু করছে অনেক কৃষক। কৃষি খামার বা কৃষি কাজ করে স্বাবলম্বী হচ্ছে অনেক বেকার যুবক যবুতি।
নতুন প্রতিবেদন পেতে:
YouTube Channel: [ Ссылка ]
Facebook Page: [ Ссылка ]
আমাদের সাথে যোগাযোগের মাধ্যম:
Email: krishikotha.ltd@gmail.com
Mobile: 01799909122 (বিকাল ৫টা থেকে রাত ১০ টা)
উদ্যোক্তার সাথে যোগাযোগের ঠিকানা:-
উদ্যোক্তার নাম: মোঃ ওলিউর রহমান।
গ্রাম: মথরাপুর, উপজেলা: সাতক্ষীরা, জেলা: সাতক্ষীরা
সতর্কতাঃ
শুধুমাত্র YouTube এ প্রতিবেদন দেখে সূর্যমুখী ফুল চাষ ব্যবসা শুরু না করে কয়েকটি প্রকল্প ভিজিট করে অথবা কৃষি অফিসের পরামর্শ নিয়ে শুরু করা উচিত।
আরো প্রতিবেদন দেখুন:
১. কাঁচা হলুদ প্রক্রিয়াকরণ করে ৫০০০০০ টাকা আয় ৩মাসে - ব্যবসার আইডিয়া অল্প সময়ে - Turmeric Processing: [ Ссылка ]
২. ডাটা শাক চাষ করে ৬০০০০ টাকা আয় ৩ মাসে - চাষ পদ্ধতি আয় ব্যয় - সবজি চাষ অধিক লাভ - Vegetable Farming: [ Ссылка ]
৩. সবজি চাষ মাচা পদ্ধতিতে অধিক লাভ - প্লাস্টিক জালে মাচা তৈরির সুবিধা অসুবিধা ও খরচ - Farming Life: [ Ссылка ]
৪. গম চাষ পদ্ধতি ও আয় ব্যয় - How to Grow Wheat Step by Step - Commercial Farming in Bangladesh: [ Ссылка ]
৫. স্ট্রবেরি চাষ পদ্ধতি ও আয় ব্যয় - লাভজনক ব্যবসা স্ট্রবেরি চাষ - Strawberry Farming: [ Ссылка ]
৬. পেঁয়াজ চাষ পদ্ধতি ও আয় ব্যয় - সহজ পদ্ধতিতে চাষ করে অল্লপ খরচে বেশি টাকা আয় - How to Grow Onions: [ Ссылка ]
৭. ঢেঁড়স চাষ পদ্ধতি ও আয় ব্যয় - সহজ পদ্ধতিতে ভেন্ডি চাষ - সবজি চাষ অধিক লাভ - Lady Finger Farming: [ Ссылка ]
৮. কচুর মুখি চাষ অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা - চাষ পদ্ধতি ও আয় ব্যয় - সবজি চাষ - Farming in Bangladesh: [ Ссылка ]
৯. গাজর চাষ পদ্ধতি ও আয় ব্যয় - ১৩০০০০ টাকা আয় ১ বিঘা জমিতে - How to Grow Carrots - Carrot Farming: [ Ссылка ]
১০. কালোজিরা চাষ করে 70000 টাকা আয় ৪ মাসে - চাষ পদ্ধতি ও আয় ব্যয় - Black Cumin Farming in Bangladesh: [ Ссылка ]
#সূর্যমুখ_ফুল_চাষ
#ব্যবসারআইডিয়া
#SunflowerFarming
#KrishiKotha
#youtubevideo
#farming
#agriculture
#viralvideo
#চাষপদ্ধতি
ব্যবহৃত ট্যাগ:
সূর্যমুখী, সূর্যমুখী ফুল, সূর্যমুখী ফুল চাষ, সূর্যমুখী ফুল চাষ পদ্ধতি, ব্যবসার আইডিয়া, Sunflower, Sunflower Farming, Farming, ব্যবসার আইডিয়া কম টাকায়, সূর্যমুখী চাষ, ফুল চাষ, চাষ পদ্ধতি, লাভজনক ব্যবসা, সূর্যমুখী ফুলের বাগান, কৃষি কথা, বাংলাদেশের কৃষি, বাংলাদেশ কৃষি, সহজ পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে, কৃষি খামার, কৃষি কাজ, আধুনিক কৃষি, নতুন ব্যবসার আইডিয়া, krishi kotha, sunflowers, sunflower farm, sunflower garden, growing sunflowers, sunflower growing, sunflower plant
Ещё видео!