দাঁতের সমস্যায় আক্রান্ত বেশিরভাগ রোগীই একটু খরচ কমাতে যেয়ে আর একটু দেরী করে খুব মারাত্মক ভুল করে বসেন।
প্রথমত খরচের ব্যাপারটায় আসা যাক, কে আসল ডাঃ আর কে হাতুরে ডাক্তার (টেকনিশিয়ান) তা না বুঝেই শুধু মুখের কথায় ভুলে কম টাকায় চিকিতসা সেরে ফেলেন। এতে সাময়িক ব্যাথা কমলেও এর পরিণতি হয় ভয়াবহ। একটা সমস্যা ঠিক করতে যেয়ে ১০ টা সমস্যা বাধিয়ে নিয়ে আসেন। ফলাফল বছরে কয়েকবার চেম্বারমুখী হতে হয়, খরচ কয়েকগুন বেশি হয়। আর বছরখানেক এর মধ্যেই অনেকগুলো দাত হারাতে যায়।
দ্বিতীয়ত, দাতের ব্যাথা হলেই ভাবেন টাকা হলে চিকিতসা করবো। ওষুধের দোকান থেকে ব্যাথার ওষুধ কিনে ব্যাথা কমান। মনে রাখবেন আপনি ব্যাথা না পেয়ে বসে থাকলেও দাতের জীবাণু কিন্তু বসে নেই। সে দাতের ক্ষয় করেই যাচ্ছে। প্রথমে যেটা শিরশিরে ব্যাথা হতো সেটাই একসময় প্রচন্ড যন্ত্রণায় রূপ নিবে।
প্রথমদিকে যেটা ১ হাজার টাকার মধ্যে চিকিতসা করা যেতো সেটার জন্য এখন ১০ হাজার টাকা খরচ করলেও আগের মতো হবেনা। দাত ফেলেও দেয়া লাগতে পারে। আর একটা দাত ফেলা মানে আশেপাশের দাতগুলো সেই খালি জায়গার দিকে চেপে গিয়ে পুরো গঠনটাই নষ্ট করে দেয়। পরিণতি আরো বেশি দাতে সমস্যা মানে আরো বেশি টাকা খরচ।
তাই শুরুতেই চিকিতসা নিন। রেজিস্টার্ড ডাঃ এর চিকিতসাই নিন শুধু। হাতুরে ডাঃ এর ফ্রি চিকিতসাও নিবেন না।
Ещё видео!