ঝড়-বৃষ্টি আর বন্যা শেষে নওগাঁ, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটে কার্তিক মাসের শুরুতেই শীতের আগাম বার্তা নিয়ে এলো হিমেল বাতাস আর কুয়াশা। গত কয়েকদিন ধরে সন্ধ্যা হলেই শীত অনুভুত হতে শুরু করেছে। দিনে রৌদ্রজ্জ্বল, রাতে নামছে কুয়াশা আর হিম শীতল বাতাস। ভোরে কুয়াশাচ্ছন্ন থাকে পুরো রাস্তাঘাট। মৃদু শীত নামতে শুরু করেছে এ জনপদে। উত্তরে কার্তিক মাসেই পৌষের কুয়াশা, তবে কি এটা জলবায়ু পরিবর্তনের ভয়াল অশনিসংকেত! তা জানাবো আমাদের সহকর্মী রয়িসুল সরকার রোমন এর ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...
শীতে কাঁপছে উত্তরবঙ্গ !! এবারের শীত নিয়ে বড় দুঃসংবাদ !!
Теги
নওগাঁঠাকুরগাঁওপঞ্চগড়শীতে কাঁপছে উত্তরবঙ্গশীতে কাঁপছেশীত নিয়ে বড় দুঃসংবাদশীতের আগমনশীত আসছেকুয়াশাউত্তরাঞ্চলে শীতের আগমনশীতের আগমনী বার্তাশীতঘন কুয়াশাউত্তরবঙ্গপঞ্চগড়ে শীতলালমনিরহাটে শীতনওগাঁ শীতঠাকুরগাঁও খবরকাঞ্চনজঙ্ঘাwinter is comingpanchagarh newsbioscope entertainmentraisul sarker romannorth bengal in winterbangla newsউত্তরবঙ্গের খবরbangladeshবন্যাঝড়তুফানআবহাওয়ার খবরআবহাওয়াweather reportweather newsnaogaoncyclone