আলুটিলা গুহা খাগড়াছড়ি | Alutila Cave Khagrachari | Tareng | তারেং | খাগড়াছড়ি দর্শনীয় স্থান
বাংলাদেশের দর্শনীয় জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে খাগড়াছড়ি। পাহাড়-পর্বত, ঝর্না বেষ্টিত এই জেলাটি সারা বছরই দেশী-বিদেশী পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে। দৃষ্টিনন্দন ও রহস্যঘেরা বিভিন্ন স্থানের কারনেই এই জেলা পর্যটকদের নিকট এতো পছন্দনীয়। তেমনই একটি দর্শনীয় পর্র্যটন কেন্দ্র হলো আলুটিলা। খাগড়াছড়ি শহর হতে ৭ কিলোমিটার পশ্চিমে, মাটিরাঙ্গা উপজেলার এই আলুটিলা পর্যটন কেন্দ্রে রয়েছে, প্রাকৃতিক রহস্যময় গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাকড় বা দেবতার গুহা। তবে আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত বলে একে আলুটিলা গুহাই বলা হয়।
গুহামুখের ব্যাস প্রায় ১৮ ফুট আর দৈর্ঘ্য প্রায় ২৮০ ফুট। প্রবেশমুখ ও শেষের অংশ আলো-আঁধারিতে আচ্ছন্ন। এই গুহার মধ্যখানে নিকষ কালো গাঢ় অন্ধকার। পাহাড়ের ভেতরে এই গুহা যেকোনো ভ্রমনপ্রেমীকে দিতে পারে লোমহর্ষক আনন্দ। গা ছমছম করা এ গুহার চারপাশে রয়েছে ঘন সবুজ অরণ্য। গুহার একপাশ দিয়ে প্রবেশ করে অন্যপাশে দিয়ে বের হতে সময় লাগে ১৫ মিনিটের মতো। কখনো মাথা উঁচু করে, কখনো আবার মাথা নিচু করে হাটতে হবে এই গুহার ভিতরে। এই সুড়ঙ্গের তলদেশে একটি ঝর্না প্রবাহমান যা এক রোমাঞ্চকর অবস্থা।
–––––––––––––––––––––––––––––
🔳🔳 ইউটিউব চ্যানেল [ Ссылка ]
🔳🔳 আমার ভ্রমনের সব আপডেট পেতে আমার পেজ ফলো করতে পারেন [ Ссылка ]
🔳🔳 ভ্রমন সংক্রান্ত কোন কিছু জানতে ফেসবুকে মেসেজ দিতে পারেন [ Ссылка ]
🔳🔳 Business Inquiries : hasantraveler88@gmail.com
–––––––––––––––––––––––––––––
Music Credit
Title: Dystopia
Artist: Per Kiilstofte
Genre: Epic, suspense
Music: "Per Kiilstofte - Dystopia"
Promoted by BreakingCopyright: [ Ссылка ]
#আলুটিলা_খাগড়াছড়ি
#আলুটিলা_পর্যটন_কেন্দ্র
#alutila_cave_khagrachari
Ещё видео!