ওপারে কাঁদিছো বন্ধু আমি এপারে কাঁদি
দুইজনাই এক ঘর বাঁধিতাম না থাকলে নদী
Opare Kandicho Bondhu Ami Epare Kandi
Duijonai Ek Ghor Bandhitam Na Thakle Nodi
Lyric, Tune & Vocal : Amulya Ratan Sarkar
কথা সুর ও কন্ঠ - অমূল্য রতন সরকার
কবিয়াল শ্রদ্ধেয় শ্রী অমূল্য রতন সরকার বাবুর জীবনের শেষ মঞ্চের শেষ গান - " দুইজনাই এক ঘর বাঁধিতাম না থাকলে নদী " । অমর অক্ষয় হয়ে থাকবে এই মহাপ্রাণের স্মৃতি । পাগলের কৃপাধন্য স্বভাবকবির অগণিত গুনমুগ্ধ অনুরাগী শিষ্য ও ভক্তকূলের হৃদয়ে তাঁর বাণী অথা পদের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন স্বগৌরবে । মালিক ভরসা চ্যানেলের পক্ষ থেকে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ভক্তি জানাই ।
Video - Suman Kumar Saha
MALIK BHAROSA
_________________________________
#amulya_sarkar_kobigaan, #malikbharosa ,
Amulya Sarkar Kobigan, পদকর্তা অমূল্য সরকার , অমূল্য সরকারের কবিগান,
অমূল্য সরকারের গান, amulya sarkarer gaan, malik bharosa amulya sarkar, duijona ek ghor badhitam na thakle nodi,
Ещё видео!