বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রাজশাহী এক ইতিহাসখ্যাত নগরী। প্রাচীন পুন্ড্রবর্ধন জনপদের অংশ রাজশাহীর জনবসতি হাজার বছরের ঐতিহ্য বহন করছে। মৌর্য, গুপ্ত, পাল, সেন, মোগল, ইংরেজরা এ অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করেন।
নামকরণের ইতিহাস:
রাজশাহী শহরের প্রাচীন নামটি ছিল মহাকাল গড়। পরে রূপান্তরিত হয়ে দাঁড়ায় রামপুর-বোয়ালিয়ায়। পঞ্চদশ শতকে ভাতুরিয়া দিনাজপুরের জমিদার রাজা কংস বা গনেশ এ অঞ্চলের অধিপতি ছিলেন। তিনি রাজা শাহ নামে পরিচিতি ছিলেন। মনে করা হয় ‘রাজা’ আর ‘শাহ’ মিলে রাজশাহী নামকরণ হয়েছে। তবে এ নিয়ে বিতর্ক রয়েছে।
দর্শনীয় স্থান-
পুঠিয়া শিবমন্দির, হাওয়াখানা, পুঠিয়া রাজবাড়ী, বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, পদ্মার পাড়, শাহ্ মখদুমের মাজার, রাজশাহী সাধারণ গ্রন্থাগার, বাঘা মসজিদ, রাজশাহী কলেজ
বিখ্যাত ব্যক্তিত্ব
রাণী ভবানী, শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান, কুমার শরৎ কুমার রায়, অক্ষয়কুমার মৈত্রেয়, স্যার যদুনাথ সরকার, মাদার বখ্শ, হাজী লাল মোহাম্মদ সরদার, রমাপ্রসাদ চন্দ, কবি শুকুর মাহমুদ, প্রমথনাথ রায়, এমাদউদ্দীন আহমদ, আশরাফ আলী খান চৌধুরী, ও কাজী আবদুল মজিদসহ আরও অসংখ্য গুণগ্রাহী মানুষ।
নদ-নদী
রাজশাহী জেলায় অনেক উল্লেখযোগ্য নদী আছে, তবে জেলার প্রধান নদী পাদ্মা। এছাড়া মাথাভাঙা, পুনর্ভবা, বারনই নদী, রাণী নদী, কম্পো নদী প্রভৃতি উল্লেখযোগ্য।
ভৌগলিক পরিচিতি
জেলার মোট আয়তন : ২৪০৭.০১ বর্গকিলোমিটার।
মোট জনসংখ্যা : ২৩,৭৭,৩১৪ জন।
জেলায় ১টি সিটি কর্পোরেশন, ৯টি উপজেলা ও ১৪ টি পৌরসভা রয়েছে।
শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষানগরী হিসেবে রাজশাহীর ব্যাপক পরিচিতি রয়েছে। এখানে দেশের প্রায় সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেমন- বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ক্যাডেট কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, শারীরিক শিক্ষা কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউট, সার্ভে ইন্সটিটিউট, পিটিআই, নার্সিং ইন্সটিটিউট, ভোকেশনাল টেক্সটাইল ইন্সটিটিউট, পুলিশ একাডেমী, পোস্টাল একাডেমী, রেশম গবেষণা কেন্দ্র, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, হোমিওপ্যাথি কলেজ, ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি।
এ জেলায় ২২১ টি মাদ্রাসা, ৭৪ টি মহাবিদ্যালয়, ৪০৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯৮০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দেশের একমাত্র পুলিশ একাডেমী ও পোস্টাল একাডেমী রাজশাহী জেলাতে অবস্থিত।
আরও দেখুন.........
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিচিতি - [ Ссылка ]
একজন সৌমিত্র ও তার বর্ণাঢ্য জীবন - [ Ссылка ]
ওয়াল্ট ডিজনি - রূপকথার নায়ক - [ Ссылка ]
কে এই জো বাইডেন ? - [ Ссылка ]
এক দুর্ভাগা বিজ্ঞানীর গল্প, যিনি ৮৪ বার মনোনীত হয়েও পাননি নোবেল পুরস্কার - [ Ссылка ]
#RajShahi #রাজশাহী #রাজশাহী _জেলা #জেলা_পরিচিতি #ইতিহাস #নামকরন #বাংলাদেশ #জেলা #District #ঐতিহ্য #গ্রাম #শহর #দর্শনীয়_স্থান #বিভাগ
#📌 সাবস্ক্রাইব করুন: [ Ссылка ]
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: [ Ссылка ]
💻 আমাদের ওয়েবসাইট:
[ Ссылка ]
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
Ещё видео!