JLPT N4 | Minna No Nihongo | Lesson 29 Grammar | Learn Japanese | জাপানী ভাষা বাংলায়।
শিক্কারি জাপানিজ লাংগুয়েজ স্কুল চ্যানেল থেকে জাপানি ভাষা শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা।
বাংলার মাধ্যমে জাপানি ভাষা শেখা শুধু বাংলায় সেটার অনুবাদ শেখা নয়, যেটা অন্যান্য চ্যানেলে লক্ষ্য করা যায়।
এক একটি ভোকাবুলারি আর গ্রামার জাপানের কোন পরিবেশ কখন ও কিভাবে ব্যবহার করা হয় সেটা জানা হলে ভোকাবুলারি গুলোর সঠিকভাবে ব্যবহার করে গ্রামার অনুযায়ী নিজে নিজে বাক্য গঠন করা কোন কঠিন বিষয় আর মনে হয়না। জাপানি ভাষা নিয়ে আর কোন ভয় ভীতি ও কাজ করে না।
আমি জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য সেই কাজটি ই করতে চাই। দীর্ঘ দশ বছর জাপানে একটানা বসবাস এবং প্রায় বিশ বছর জাপানের সাথে আত্মিক যোগাযোগের কারনে জাপানের সাধারণ জীবনযাপন এবং সংস্কৃতির বিষয়ে ধারনা আছে বলে এই কাজটি করতে পারার আশা নিয়ে আমার এই যাত্রা শুরু করছি। ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন বলে আশা করি।
প্রতিযোগিতার এই যুগে ভাষা শেখানোর নামে যে টাকা উপার্জনের ব্যবসা নামক প্রতিযোগিতা চলছে তাতে করে কয়জন ছাত্র সত্যি সত্যি ভালভাবে এই ভাষা রপ্ত করে জাপান যেতে পারছে, সেটা বলা বাহুল্য।
"しっかり" /"শিক্কারি" কথার অর্থ হল, শক্তভাবে বা দৃঢ়ভাবে। আমি জাপানি ভাষার যতটুকু জানি তার সবটুকু দিয়ে সঠিক ভাবে শক্তভাবে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
facebook Group Link: [ Ссылка ]
***DISCLAIMER***
These lessons are based from the Minna No Nihongo Textbook, Second edition. I choose the Minna No Nihongo textbook because I'm familiar with this material. So consider this more of a study with me kinda style.Thank you!
#JLPT #NATTEST #N4 #Nihongo #জাপানিজ#
Ещё видео!