তোপচাঁচি ও ভাতিন্ডা ভ্রমন l Topchachi & Bhatinda Tour l Weekend Tour from Kolkata l Jharkhand Tour l
Hi I am Sujit Welcome to my channel Dream Travellers
#bhatinda_falls
#topchachi_lake
#jharkhand_tourism
সপ্তাহের শেষে একদিনের ছুটি পেলেই ঘুরে নিতে পারেন প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার তোপচাঁচি ও ভাতিন্ডা জলপ্রপাত। কোলকাতা থেকে দিনে দিনেই ঘুরে নিতে পারবেন এই জায়গাগুলো। হাওড়া থেকে রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে ধানবাদ স্টেশনে নেমে একটা গাড়ি রিজার্ভ করে সারাদিন ঘুরে বিকেলে আবার শতাব্দী এক্সপ্রেস ধরে ফিরে আসতে পারবেন। ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ও আছে এই রুটে তবে দিনের দিন ঘুরতে চাইলে সময়ের অভাব হবে l সারাদিনের জন্য গাড়ী ভাড়া পড়বে মোটামুটি 2000 - 2200 টাকা মতো l এর সঙ্গে পরেশনাথ পাহাড় ঘুরে নিতে পারেন সেক্ষেত্রে একটা দিন বেশি লাগবে l
Ещё видео!