Bangla Kobita | Chelera kokhon kade | Bani Roy
#ছেলেদের_কষ্ট।
✍আভীদ খান
ছেলেদের কাঁদানো এতো সহজ না
একটা ছেলে রাস্তাঘাটে মার খেয়ে
পড়ে থাকলেও সে কাঁদে না।
তাকে তার বাবা,মা ইচ্ছেমতো
বকা দিলেও সে কাঁদে না, বরং শান্তি পায়!
তাকে ক্লাস টিচার বেত দিলেও সে কাঁদে না
তাকে তার প্রিয়জনক রাগ-অভিমান করে
যদি একটি থাপ্পড় দেয় তবুও সে কাঁদে না।
বরং সেই থাপ্পড়ে সে ভালোবাসা খুঁজে নেয়
এক কথায় বলতে গেলে ছেলেরা কাঁদেই না।
ছেলেদের কাঁদানোর একটা সহজ উপায় হলো
তাকে অবহেলা করুন
তার থেকে গুরুত্ব কমিয়ে দিন!
তার প্রতিটা কথা ও অনুভূতি হেসে উড়িয়ে দিন
তার ভালোবাসাকে মজা হিসেবে নিন!
তবেই ছেলেটি কাঁদবে, তবে রাতে,
কেউ জানবে না, আপনি একটু করে
একরাতে তাকে যতটুকু কাঁদাতে পারবেন!
বাকি সারা জীবনেও তাকে ততটুকু কাঁদাতে পারবেন না।
কথাগুলি হাস্যকর মনে হলেও মিথ্যা নয়
একটা ছেলের, মন থেকে ধরে প্রতিটি দেহের
প্রতিটি অংশের কষ্ট অনুভব হলে,
তখনই ছেলেদের চোখে অশ্রু নামে।
#banglakobita
#baniroypoem
#emotionalpoem
#sadpoem
#manalsocry
#facebookstatus
#whatsappstatus
#kobitarkhata
#bengalirhyms
অন্যান্য কবিতা শুনতে চাও?
ভালো লাগলে channel টি Subscribe করুন।লাইক করুন,কমেন্ট করুন,শেয়ার করুন।
ধন্যবাদ।
আরো জানতে চাও?
Ещё видео!