নীল শাড়ী পড়ে তুমি জোছনা রাতে।Nil Shari Pore Tumi ।Puspe Vora।Najmul Hoque।
Song: Nil Shari Pore Tumi
Singer: Nazmul Hoque
Lyrics & Tune: Collected
Composer: Nazmul Hoque
Label: Sourov Music Center(SMC MUSIC)
Edit & Colour: Sourov Sarker
Arrangement By-Jahangir A Khan (India)
Special Thanks :Jahangir A Khan
#Amar Valobasa To Vul Chilo Na
Amar Valobasa To Vul Chilo Na
Amar Valobasa To Vul Chilo Na
Amar Valobasa To Vul Chilo Na
Amar Valobasa To Vul Chilo Na
#nil shari pore tumi jochona rate
#puspe_vora_tomar_pelam_chiti
#amar_valobasato_vul_chilona
আমার ভালবাসা তো ভুল ছিল না
আমার ভালবাসা তো ভুল ছিল না
Nisthur niyoti(Puspe Vora Tomar Pelam Chiti)Lyrics in Bengali
পুস্পে ভরা তোমার পেলাম চিঠি
তাতেই করেছো তুমি আমায় অতিথি
শুভ আর সুখী হোক নতুন জীবন
সুন্দর হোক তোমার জীবন সাথী
উৎসবে হোক তোমার প্রতিটা রাত্রি (২)
পুস্পে ভরা তোমার পেলাম চিঠি
আমার ভালোবাসাতো ভুল ছিলনা
কেন করলে তুমি এমন ছলনা
কি দোষে দোষী করে তুমি চলে যাও
অশান্ত মন আমার কিছু বোঝেনা
প্রশ্ন করে দেখ তোমাকে তুমি
বুঝবে তাহলে আছি কেমন আমি
তোমার গায়ে হলুদে কত কোলাহল
এ দিকে আমার চোখে ঝরে শুধু জল
ভুলতে পারিনা আমি তোমার স্মৃতি
কেমন ভুলে গেছ ওগো পিয়োসি
মনে কি পরেনা সেই মধুর প্রীতি (২)
পুস্পে ভরা তোমার পেলাম চিঠি
নীল শাড়ি পড়ে তুমি জোছনা রাতে
আসতে আমার কাছে মৃদু পায়ে
ফাগুনি হাওয়া তখন ব্যাস্ত হয়ে
উরে উরে পরত তোমার গায়ে
কত স্বপ্ন দেখেছিলাম দু'জনে মোরা
কৃষ্ণচূড়া তখন দিত পাহাড়া
আজ কেন সব কিছু ভেঙ্গে চুরে
বাসর সাঁজাতে চাও অন্যর ঘরে
দুঃখ করিনা আমি ওগো সাথি
সাঁজাতে পারিনি বলে বাসর রাত্রি
ভেবে নেব এটা নিষ্ঠুর নিয়তি (২)
পুস্পে ভরা তোমার পেলাম চিঠি
তাতেই করেছো তুমি আমায় অতিথি
শুভ আর সুখী হোক নতুন জীবন
সুন্দর হোক তোমার জীবন সাথী
উৎসব হোক তোমার প্রতিটা রাত্রি (২)
Ещё видео!