Kobitar Gaan
Kobitar Gaan FEMALE VERSION | কবিতার গান | Official video song | Usashi Kundu | Hasan Joy | Cover
#cover #trend #song #trending #bangladesh #indian #music #kolkata #coversong #femaleversion #kobitargaan
Original song credits :
---------------------------------
Lyric and Vocal: Hasan Joy
Tune & Composition: Hasan Joy
Guitar: Tazbim Bin Hamid
Melodica: Timothy Sajjan
Ukulele & Vocal: Hasan Joy
Percussion & Co-vocal: Nazmul Islam Nayem
Cajon: Sayedul Arefin Sahil
Bass: Mohaiminul Haque
Sound Engineer - Akram Siddique (Jazz Baul)
Mix and Master - Dewan Anamul Hasan Raju
Music Production - Zhir Zhir
Cover song Credits :
-------------------------------
Av Hits
P R E S E N T S
Song By - Usashi Kundu
Ukulele & Melodica - Rohan Karmakar
Studio & Recording partner - ORB Creation (Debdeep Banik)
Mix & Mastered By - Aditya Chakraborty
Cinematography, Concept, Editing, Direction - Abir Das
Screen play - Sanju Das, Abir Das
Cast -
Adi Babu
Sumedha Chattopadhyay
Aakash Ghosh Dastidar
Antara Das
Aritra Dey
Kuheli Bandopadhyay
Lyrics :
---------
কবিতার গান
কথা,সুর , সংগীত আয়োজনঃ হাসান জয়
গীটারঃ তাজবীম বিন হামিদ
মেলোডিকাঃ টিমোথি সজ্জন
উকুলেলে এবং কণ্ঠঃ হাসান জয়
পারকিউশান এবং কণ্ঠঃ নাজমুল ইসলাম নাঈম
কাহনঃ সাইয়েদুল আরেফিন সাহিল
বেজঃ মোহাইমিনুল হক
সাউন্ড ইঞ্জিনিয়ার - আকরাম সিদ্দিকী (জ্যাজ বাউল)
মিক্স অ্যান্ড মাস্টার - দেওয়ান আনামুল হাসান রাজু
মিউজিক প্রোডাকশন – ঝিড়ঝিড়)
কথা :
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা ।।
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।
যদি প্রতিদিন সেই রঙিন
হাসি ব্যথা দেয়,
যদি সত্যগুলো স্বপ্ন হয়ে
শুধু কথা দেয়,
তবে শুনে দেখো প্রেমিকের
গানও অসহায়।
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।
যদি অভিযোগ কেড়ে
নেয় সব অধিকার,
তবে অভিনয় হয়
সবগুলো অভিসার।
যদি ঝিলমিল নীল আলো কে
ঢেকে দেয় আঁধার,
তবে কি থাকে তোমার
বলো কি থাকে আমার?
যদি ভালোবাসা সরে গেলে
মরে যেতে হয়,
ক্যানো সেই প্রেম ফিরে এলে
হেরে যেতে ভয়?
শেষে কবিতারা দায়সারা
গান হয়ে যায়।
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।
যদি বারেবারে একই সুরে
প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায়
আর প্রেমই বা কোথায়?
যদি দিশেহারা ইশারাতে
প্রেমই ডেকে যায়,
তবে ইশারা কোথায়
আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা,
যদি চায়ের কাপেতে জমে নীরবতা,
তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়!
লাললালালা
লালালালালা
লালালালালালালালালালালালালা।।
___
Enjoy & stay connected with us!
Thanks for Watching.
___________________________________
Enjoy & stay connected with us!
👉 Subscribe to Av Hits - [ Ссылка ]
Disclaimer -
This content is Copyrighted to Av Hits. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited for this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
© Copyrighted Property of it owner. NO INTENTION OF COPYRIGHT INFRINGEMENT
Ещё видео!