নবাব আলী আমজাদের জমিদার বাড়িকে বলা হয়ে থাকে বাংলাদেশের একমাত্র জীবন্ত জমিদার বাড়ি। মৌলভীবাজারের কুলাউড়ার পৃত্থিমপাশার এই জমিদার বাড়িটি অনেক ইতিহাসের সাক্ষী বয়ে চলছে এখনো। জমিদার বাড়িতে জমিদারি সব ধরনের সব প্রথা এখনো বিদ্যমান বলা চলে। আমি এই জমিদার বাড়িতে গিয়ে বর্তমান জমিদারদের সাথে মিশে সত্যি অভিভূত হয়েছি। মুগ্ধ হয়েছি তাদের আতিথেয়তায় তাদের আন্তরিকতায়। তাঁরা তাদের সব ইতিহাস বলার সাথে সাথে ঘুরিয়ে দেখিয়েছেন তাদের ইতিহাসের সাক্ষর বহন করে চলা সবকিছু। আপনারাও চাইলে আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারেন নওয়াব আলী আমজাদের জমিদারি সম্পর্কে অজানা সব তথ্য।
For More Visit:
Website: [ Ссылка ]
Facebook: [ Ссылка ]
Ещё видео!