For copyright and business related issues, please contact:
tamam005business@gmail.com
----------------------------------------------
২০২১ সালের ইন্টারন্যাশনাল আর্মি গেমস এ ভিয়েতনামে অনুষ্ঠিত Sniper Frontier বাংলাদেশ সেনাবাহিনীর স্নাইপার ইউনিট অংশ নিয়েছে। একইসাথে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত,মিয়ানমারও ইন্টারন্যাশনাল আর্মি গেমস এ অংশগ্রহণ করেছে | *******কিন্তু ভিডিওতে আমি ভুলবশত এই ইভেন্ট এ অংশগ্রহণ করার কথা বলেছি | তাই ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো******* |
এর আগেও.২০১৮-১৯-২০ সালে বাংলাদেশ সেনাবাহিনী আর্মি গেমস এর স্নাইপার ফ্রন্টিয়ারে অংশগ্রহন করেছিলো এবং যথাক্রমে ৭ম, ৪র্থ এবং ১৬ তম হয়েছিলো।
#bangladesh_Army #বাংলাদেশ_সেনাবাহিনী
--------------------------------------------------------------------
Facebook page: TAMAM বাহিনী
TAMAM বাহিনী বাংলা ভাষায় পরিচালিত ফেসবুকের একটি ডিফেন্স পেজ | এখানে আপনারা আমাদের সামরিক বাহিনীর সকল প্রকার খবরাখবর বাদে ও অন্যান্য দেশের সামরিক বাহিনী এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় গুলো নিয়মিত তুলে ধরা হয় | লাইক দিয়ে পাশে থাকুন |
[ Ссылка ]
সবাইকে "TAMAM বাহিনী" এর অফিসিয়াল গ্রুপ এ জয়েন করতে অনুরোধ করা হলো [ Ссылка ]
-----------------------------------------------------------------
Music: Patriotic Feelings by MaxKoMusic
from [ Ссылка ]
----------------------------------------------------------------
Ещё видео!