Singer : Mosiur Rahman
Lyrics : Sahidul Mursalin
Tune : Mosiur Rahman
Record Label : Margin Rhythm Studio
Subscribe our channel, like, comment & share.
এখনো আমার কানে বাজে মীর মুগ্ধের মিঠা-বুলি
আবু সাঈদের মায়ামুখ দেখি মনের দুয়ার খুলি।
উসামা,সাগর, রুদ্র, অয়ন-ভাবছি কতোটা দামী
দেশের জন্য প্রাণ দিলো যাঁরা বিপ্লবী সংগ্রামী।
তাঁদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের শেষ;
যাঁদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ।
রাহাত, নাইমা, সিয়াম,খলিফা-দিয়েছে রক্ত ঢেলে
শান্ত, রাসেল,হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে।
ফায়াজের মা'র কান্নার আওয়াজ আসে যে আমার কানে
বুকের মানিক হারানোর ব্যথা যাঁর যায় সে-ই জানে।
কতো শিশুপ্রাণ ঝরে গেলো আহা- আছে কি শোকের শেষ;
যাঁদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ।
হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি
জুলুমের সেই কালো দিন-রাত যাবো না কখনো ভুলি।
চোখহারা ভাই হাত পাও নাই- পঙ্গু জীবন কাটে
তাঁদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে।
ছাত্র-শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী
বুকে পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি।
দলাদলি ভুলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে গিয়েছে যাঁরা
তাঁরা বিপ্লবী তাঁরা সম্মানী এনেছে ফাগুনধারা।
তাঁরাই আসল লড়াকু দেশের -চোখেমুখে বীর-বেশ;
যাঁদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ।
Subscribe Margin Rhythm Studio :
[ Ссылка ]
Margin Rhythm Studio fb page :
[ Ссылка ]
Follow on facebook :
[ Ссылка ]
Like our facebook page :
[ Ссылка ]
Follow on twitter :
[ Ссылка ]
Ещё видео!