আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
জসীম উদ্দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৪ মার্চ ১৯৭৬) একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখক। 'পল্লীকবি' উপাধিতে ভূষিত জসীম উদ্দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। পল্লী কবি জসীম উদ্দীন বাল্য বয়স থেকেই কাব্য চর্চা শুরু করেন। কবির ১৪ বছর বয়সে নবম শ্রেণিতে থাকাবস্থায় তৎকালীন কল্লোল পত্রিকায় তার একটি কবিতা প্রকাশিত হয়। কবির প্রথম কাব্যগ্রন্থ রাখালী। এরপর তার ৪৫ টি বিভিন্ন ধরনের গ্রন্থ প্রকাশিত হয়। কবি ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার, ১৯৬৮ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ডি.লিট উপাধি, ১৯৭৬ সালে ২১ শে পদকে ভূষিত হন। এছাড়া পল্লী কবির অমর সৃষ্টির মধ্যে রয়েছে, নকঁশী কাথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাশিঁ, রাখালি, বালুচর প্রভৃতি। তাঁর কবিতা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁর লেখা অসংখ্য পল্লীগীতি এখনো গ্রামবাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। যথা:- আমার হার কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, কাজল ভ্রমরা রে, প্রাণ সখিরে, ইত্যাদি। জসীম উদ্দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। জসীম উদ্দীন পল্লীর মানুষের সংগ্রামী জীবন-জীবিকার কথা সাহিত্যের পাতায় তুলে ধরে তিনি বাঙলা সাহিত্যকে বিশ্বের দরবারে উঁচু করে রেখে গেছেন।
আমাদের এবারের পরিবেশনা পল্লীকবি জসীম উদ্দীন এর শ্রোতাপ্রিয় গান
ও বাবু সেলাম বারে বার
কথা ও সুরঃ জসীমউদ্দীন
কণ্ঠঃ অঙ্কন ও কামরুজ্জামান রাব্বি
সঙ্গীতায়োজনঃ পার্থ বড়ুয়া
এজেন্সিঃ ক্রিয়েটো
প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
ডিরেক্টরঃ রাশিদ খান ও পার্থ বড়ুয়া
সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
বিশেষ কৃতজ্ঞতাঃ হাসান আবিদুর রেজা জুয়েল
চিত্রগ্রহণঃ মিছিল সাহা
রিদম ডিজাইনঃ মিলন ভট্টাচার্য
শব্দ প্রকৌশলীঃ রনি ও শামীম আহমেদ
• ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
• তবলাঃ মিলন ভট্টাচার্য
• বাংলা ঢোলঃ নয়ন
• পারকেশনঃ উজ্জ্বল
• খঞ্জনি আলম
• ড্রামসঃ ডানো
• বেইজঃ তানিম
• নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
• কিবোর্ডঃ মীর মাসুম
• হারমোনিয়ামঃ মাখন
• ট্রাম্পেট ও বিনঃ কাবিল
• দোতরাঃ মন
• কোরাসঃ মন, নাশা, পিউ
** বিশেষ কৃতজ্ঞতাঃ তানভীর হোসেন প্রবাল
Disclaimer: No animals were harmed during the making of this video.
বি দ্র : এই ভিডিও ধারণকালীন কোনোভাবেই কোনোপ্রকার প্রাণীকে ঝুঁকির সম্মুখীন করা হয়নি
#OBabuSelamBareBar #IPDC #IPDCAmaderGaan #EidSong #BanglaFolkSong
Ещё видео!