কে এই কমান্ডার খন্দকার আল মঈন | Who is Commander Khandaker Al Moin | Biography | Information |
Khandaker Al Moin takes charge as director of Rab’s Legal and Media Wing | Commander Khandaker Al Moin on Thursday took charge as director of the Legal and Media Wing of the Rapid Action Battalion (RAB).
He replaced Lt Col Ashiq Billah, read a press release.
Commander Khandaker Al Moin was commissioned in the Bangladesh Navy with the 45th BMA Long Course. He also served in the United Nations Mission in Darfur, Sudan.
Commander Moin joined the RAB in December 2019 on deputation.
As the director of Communications and MIS Wing, Moin played a significant role in accelerating RAB's campaign activities. He also introduced the Onsite Identification and Verification System (OIVS) which helps to identify criminals faster.
Moin previously served as the Deputy Director of the Intelligence Branch at the RAB Forces Headquarters from 2007 to 2010.He was awarded the Bangladesh Police Medal (BPM) in 2009.
কমান্ডার খন্দকার আল মঈন, (সি), বিপিএম, পিএসসি, বিএন ২৫ মার্চ ২০২১ তারিখে লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি লেঃ কর্নেল আশিক বিল্লাহ, পিপিএম, এসইউপি, পিবিজিএমএস, এসি এর স্থলাভিষিক্ত হলেন।
কমান্ডার খন্দকার আল মঈন ৪৫তম বিএমএ লং কোর্সের সাথে বাংলাদেশ নৌ বাহিনীতে কমিশন লাভ করেন। তিনি দীর্ঘদিন নৌ বাহিনীতে ছোট ও মাঝারী বিভিন্ন জাহাজের অধিনায়ক হিসেবে এবং নৌ গোয়েন্দা পরিদপ্তরে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দারফুর, সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। কমান্ডার খন্দকার আল মঈন দেশ ও বিদেশে নৌ বাহিনীর বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
কমান্ডার খন্দকার আল মঈন গত ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রেষণে র্যাব ফোর্সেসে যোগদান করেন। তিনি র্যাব ফোর্সেস সদর দপ্তরের যোগাযোগ ও এমআইএস উইং এর পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি যোগাযোগ ও এমআইএস উইং এর পরিচালক হিসেবে সততা, দক্ষতা ও একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে র্যাবের আভিযানিক কর্মকান্ড ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তাঁর নিদের্শনা, প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং দীর্ঘ প্রচেষ্টায় প্রয়োজনীয় হার্ডওয়ার, সফটওয়্যার ও Database এর সমন্বয়ে Onsite Identification and Verification System (OIVS) প্রযুক্তি প্রচলন করেন। যার মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে সনাক্ত করা সম্ভবপর। বর্তমানে মাঠ পর্যায়ে ব্যবহারের ফলে আভিযানিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন ইতিপূর্বে ২০০৭ হতে ২০১০ সাল পর্যন্ত র্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। র্যাব ফোর্সসের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে তিনি জঙ্গি, চরমপন্থী এবং সন্ত্রাসী গ্রেফতারে প্রশংসনীয় অবদান রেখেছেন। ২১শে আগস্ট ২০০৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলা মামলার আসামী গ্রেনেডসহ গ্রেফতারে প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এ ভূষিত হয়েছেন।
কমান্ডার খন্দকার আল মঈন ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড ষ্টাফ কলেজ (ডিএসসিএসসি) হতে পিএসসি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয় হতে এমবিএ সম্পন্ন করেন।
#RAB_Commander_Khandaker_Al_Moin #Open_T_School #Biography
Community Guidelines Disclaimer:
The points of view and purpose of this video is not to bully or harass anybody, but rather share that opinion and thoughts with other like-minded individuals curious about the subject.
Fair Use Disclaimer:
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Ещё видео!