দুঃখের দিনের দরদী মোর
কথা ও সুর : এ কে এম সাঈদ সিদ্দিকী
কণ্ঠ : আকবর হাসান
(অনেকেই মনে করেন এই নাতে রাসূল-এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। কিন্তু, এটি ভুল ধারণা। এটি লিখেছেন ও সুর করেছেন এ কে এম সাঈদ সিদ্দিকী। তিনি ষাটের দশকে ভয়েস অভ অ্যামেরিকার বাংলা বিভাগের একজন কর্মকর্তা ছিলেন।)
দুঃখের দিনের দরদী মোর
নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা।
তুমি আসবে জানি আধারও রাতে
জ্বালবে চেরাগ লালা
নবী কামলিওয়ালা।।
জাগবে যবে বক্ষে আমার
অপার তৃষা সাত সাহারার
জানি ধরবে তুলে কন্ঠে আমার
কাওসারের পিয়ালা
নবী কামলিওয়ালা।
দুঃখের দিনের দরদী মোর
নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা।।
মাঝ দরিয়ায় উঠলে তুফান
তাই না আমি ডরি
জানি আমায় কূলে নেবে তোমার
শাফায়াতের তরী।
তোমার বেঘুম নয়ন জানি,
করবে আমায় নিগাহ-বানী
জানি রাঙবে ধূসর দিনগুলি মোর
তোমার আখির ইয়ালা
নবী কামলিওয়ালা।।
Search tag:
Dukher Diner Dorodi Mor Nabi Kamliwala | AKM Sayed Siddiqui | Kazi Nazrul Islam | islamic song | islamic music | bangla gojol | gazal | nat-e-rasul | naat-e-rasul | nat e rasul | naat e rasul | naat e rasool | nazrul's song | hamd-naat | bangla hamd nat | বাংলা গজল | নাতে রাসূল | নাত-এ-রাসূল | হামদ নাত | কাজী নজরুল ইসলাম | বাংলা নাত | Islami gaan | Islami sangeet | ইসলামী গান | ইসলামী সংগীত | kazi nazrul islam song | Nazrul song | Nazrul Sangeet | nate rasul | naate rasul | রাসূলের গান | নবীর গান | Rasuler gaan
Ещё видео!