যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ও রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে চালানো আক্রমণে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নিয়েছে জিহাদি ও তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুসারে, সরকারি বাহিনী প্রত্যাহারের কারণেই আলেপ্পোর বেশিরভাগ এলাকা হাতছাড়া হয়ে গেছে। গত বুধবার (২৭ নভেম্বর) সিরিয়ার বিদ্রোহী জোট এই আক্রমণ শুরু করে। ওই দিনটিতেই প্রতিবেশী দেশ লেবাননে কার্যকর হয় ইসরায়েল ও ইরান সমর্থিত মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি।
Ещё видео!