#Golf #BBCBangla
বাংলাদেশের শীর্ষস্থানীয় গলফার সিদ্দিকুর রহমান ২০১০ সালে প্রথম বাংলাদেশী গলফার হিসেবে এশিয়ান ট্যুর-এ অংশগ্রহণের সুযোগ পান।
তিনি ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া গলফ টুর্নামেন্ট শিরোপা লাভ করেন। ২০১৬ সালে রিও অলিম্পিক গেমসেও অংশ নিয়েছেন বাংলাদেশী এই গলফার।
কীভাবে তার গলফ খেলা শুরু - তার ক্যারিয়ার ও পরিবার নিয়ে বিবিসির ফয়সাল তিতুমীরের সাথে কথা বলেছেন তিনি।
বিস্তারিত দেখুন ভিডিওতে।
*******************************************
বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন দেশ ও দেশের বাইরের সমসাময়িক গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন, বিবিসি নিউজ বাংলার টিভি অনুষ্ঠান প্রবাহ, ক্লিক এবং বাংলাদেশ ট্রেন্ডিং-এর সকল পর্ব।
নিয়মিত ভিডিও আপডেট পেতে এবং অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
ওয়েবসাইট: [ Ссылка ]
ফেসবুক: [ Ссылка ]
টুইটার: [ Ссылка ]
#BBCBangla #BBCBanglaNews #বিবিসি #বিবিসিবাংলা #BBCNews
*******************************************
সিদ্দিকুর রহমান: গলফ খেলে কীভাবে অর্থ আয় করা সম্ভব?
Теги
সিদ্দিকুর রহমানগলফার সিদ্দিকুর রহমানগলফার সিদ্দিকুর স্লগ ওভারগলফার সিদ্দিকগলফ সিদ্দিকুরসিদ্দিকুরগলফ কাপ সিদ্দিকুরগলফার সিদ্দিকুরসিদ্দিকুর সাকিবসিদ্দিকুর অলিম্পিকসিদ্দিকুর স্লগ ওভারগলফার সিদ্দিকুর রহমান জীবনীগলফবাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানবঙ্গবন্ধু গোল্ডকাপ গলফ ওপেনে দ্বাদশ সিদ্দিকুরসিদ্দিক অলিম্পিকসিদ্দিকুরের ভাবনাসিদ্দিকুর রহমান এর জীবনীসিদ্দিকুর রহমানের জীবনীসিদ্দিকুরের সাফল্যেবাংলাদেশের গলফসিদ্দিকুর রহমান আত্নজীবনী