Umar ibn al-Khattab (R) Jiboni (Bangla) হযরত ওমর (রাঃ)-এর জীবন ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। অন্ধকার যুগে আলোর পথে তাঁর আগমন যা আকাশের উজ্জ্বল নক্ষত্রের সাথেই তুলনা করা যেতে পারে। যা বিশ্ব চরাচরে ইসলাম প্রচারের এক নব দিগন্তের সূচনা হয়েছিল। ইসলামের প্রথম খলিফা আবু বকর (রাঃ) মৃত্যুর আগে খলিফা পদে হযরত ওমর (রাঃ)-কে তাঁর উত্তরাধিকারী পদে নিযুক্ত করে যান এবং জনগন তা মেনে নেন।
পুরো আলোচনাটিকে সর্বমোট ১৮টি পয়েন্টে ভাগ করা যেতে পারে যেমনঃ
১. খিলাফতের পূর্ব অবস্থা।
২. খিলাফত ও বিজয়াভিযান।
৩. সিরিয়া অভিযান।
৪. ব্যাপক বিজয় অভিযান।
উল্লেখিত এই চারটি পয়েন্টে ওমর (রাঃ)-এর বংশ পরিচিতি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাঁর যুদ্ধ জয়ের কাহিনীগুলো তুলে ধরা হয়েছে।
৫. হযরত ওমর (রাঃ)-এর বৈশিষ্ট্য।
৬. হযরত ওমর (রাঃ)-এর রাজ্যশাসন।
৭. হুকুমতের আয়।
৮. বিচার বিভাগ।
৯. জনহিতকর ও উন্নয়নমূলক কাজ।
১০. খলিফার খিলাফতের সৈন্যবিভাগ।
১১. ধর্মের পৃষ্ঠপোষকতা।
১২. দাস প্রথা উচ্ছেদের প্রচেষ্টা।
১৩. রাজনীতি ও শাসন প্রণালী।
১৪. ইসলামী চরিত্রের বিকাশ সাধন।
১৫. হাদীস ও ফিকাহ বিশেষজ্ঞ ওমর (রাঃ)।
১৬. খলিফা ওমর (রাঃ)-এর ব্যাক্তি জীবন।
১৭. ওমর (রাঃ)-এর স্ত্রীগণ ও বংশধর এবং
১৮. হযরত ওমর (রাঃ)-এর ইন্তেকাল ও কাফর-দাফন।
এই আলোচনায় খলিফা ওমর (রাঃ)-এর ব্যক্তিগত জীবন-সহ খিলাফতী জীবনের সকল দিকই তথ্যভিত্তিক উৎস থেকে তুলে ধরা হয়েছে। শ্রোতাগণ এই আলোচনা মনযোগের সাথে শুনলে তা অবগত হতে পারবেন বলে আশা করা যায়।
একটি লাইক দিয়ে আসতে পারেন আমাদের ফেইজবুক পেইজটিতে:
-----------------------------------------------------------------------------------------------------
►ফেইসবুক পেইজ: [ Ссылка ]
For business inquiries: voiceofbangla2@gmail.com
Ещё видео!