তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি - Avash - Lyrics Song - আভাস - Tanzir Tuhin - Avash Band Song
🎧Use Headphone And You Can Feel Better Sound quality
___________________________________________
Music Details/Credits ⬇️
Tanzir Tuhin : Voice
Raajue Sheikh : Bass
Sumon Monjurul : Guitar
Rinku Imam : Drums
Shawon Kaium : Keys
Lyricist : Mehedi Hasan Nihon
🔰 Watch Original Song Video :⬇️ [ Ссылка ]
====================================
•IMPORTANT
For Removal / Copyright Issues
⚠️COPYRIGHT NOTICE
If you think our videos have used your ( Videos ) without your permission. Please contact us. We will delete our video.Please do not copyright strike my channel.
✉️Mail: copyunlimited22@gmail.com
===================================
•THANKS FOR WATCHING,
•SUBSCRIBE FOR MORE BANGLA LYRICS SONG
====================================
🎼 LYRICS ⬇️
কত প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে
বোঝেনা তবু এ মন,
শান্ত নিবিড় পথে হেটে কাটে
সারাদিন সারাক্ষন।
শুন্যের পরে খুঁজেছি তোমায়
অসীমের পথে তুমি,
হও বলে সবে প্রান দিয়েছিল,
সবে অনুগামী।
তুমি আভাস হয়ে আশা,
হতাশা মুখের হাসি...
কত আদরে ভালোবেসেছি
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ,
বেঁধে নিয়েছি আমারও হৃদয়ও মাঝে।
পথে যেতে হায়, সে ভালোবাসায়
দুরু দুরু বুকটা কেঁপে যায়
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়।
তুমি আরাধনে মোর সাধনা,
শত সুক্ষ দুস্থ কামনা।
কত জল ছল, কত কোলাহল,
তুমি শান্ত আবেশে যাতনা।
থেমে থাক আজ কথা সব
যত হাহাকার আশা কলরব,
পড়ে রবে সব, যত সদ্ভাব,
প্রানে সংহার গেছি হারিয়ে।
দু'হাত তুলে ধরি বাড়িয়ে..
আমি সৃষ্টি, তাই স্রষ্টায় ভালোবাসি।
যুগে যুগে জড় জীব সবে
পড়ে রবে নিবিড় অবেলায়,
ধুলি ধূসর পদ চিহ্ন আঁকা মরুর বালুকায়।
এখানে পড়ে আছে, কত শত প্রান,
জীবনের গান গেছে হারিয়ে,
একা দাড়িয়ে অপেক্ষায়।
অস্তিত্বের মিছিলে, খোলা দেয়ালের ওপারে,
রক্ত প্লাবনে তোমার ক্ষীন হাসি।
কত আদরে ভালোবেসেছি,
তোমার ওই মিষ্টি হাসি,
তোমাকেই আজ
বেঁধে নিয়েছি আমারও হৃদয় মাঝে।
পথে যেতে হায়, সে ভালোবাসায়
দুরু দুরু বুকটা কেঁপে যায়,
ছুঁয়ে দিলে মন আজো আজীবন,
হৃদয়ও সপেছি তোমায়। (x2)
কত আদরে ..
===================================
🏷️Tags
#Copy_Unlimited
#Bangla_Lyrics_Song
#Lofi_Remix
#Avash_Lyrics_Song
Ещё видео!