This is a poem of Rudro Mohammod Shohidullah called khutinati khunshuti #17.
I cant thank enough to Emon Chowdhury for his smooth arrangement of acoustic guitar, Shuvendu Das Shuvo for his soulful arrangement of Electric guitar and Imtiaz Mozumdar Bibek (my childhood friend)for his viby piano. Without them this song wouldn't become what it has. I am ever grateful to them.
নিখিল দিয়েছিলো নরক নগ্নতা,
আমার চোখে ছিল অমলিন দৃষ্টি।
হৃদয় ছুঁয়েছিল মেঘের মগ্নতা,
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি।
গুটিয়ে নিলে হাত,
আঙুল সোনালিমা,
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না।
সহসাই কণ্ঠে নেমে এলো কালিমা,
ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না।
এখনও আলো আসে,
জানালা খোলা রাখি,
পেছনে গান গায়,
খাঁচায় পোষা পাখি।
এখনও আলো আসে,
জানালা খোলা রাখি,
পেছনে গান গায়,
খাঁচায় পোষা পাখি।
আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়,
আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি।
জ্যোৎস্না পাতা ঝরে মাটিতে শিহরায়,
উদাসী প্রান্তর উদাসীন যাত্রী।
এখনও আলো আসে,
জানালা খোলা রাখি,
পেছনে গান গায়,
খাঁচায় পোষা পাখি।
এখনও আলো আসে,
জানালা খোলা রাখি,
পেছনে গান গায়,
খাঁচায় পোষা পাখি।
Lyric: Rudro Mohammod Shohidullah
Piano arrangement: Imtiaz Mozumdar Bibek
Acoustic guitar arrangement: Emon Chowdhury
Electric Guitar: Shuvendu Das Shuvo
Other Arrangements:Mehedi Hasan Nil
Tune&Composition: Mehedi Hasan Nil
Vocal: Mehedi Hasan Nil
Recording, Mixing&Mastering: Mehedi Hasan Nil
Ещё видео!