দেশে রড তৈরিতে ব্যবহৃত কাঁচামালের ৩০ শতাংশ আসে জাহাজভাঙার স্ক্র্যাপ থেকে। আর বাকি ৭০ শতাংশ আসে বিদেশ থেকে সরাসরি আমদানির মাধ্যমে। উন্নত দেশগুলোতে পুরোনো অবকাঠামো ভাঙার পর এই কাঁচামাল পাওয়া যায়। আবার ইস্পাতের ব্যবহার্য পণ্যও কাঁচামাল হিসেবে ব্যবহার হয়।
মহামারির সময় গত বছরে বিশ্বজুড়ে উন্নয়ন কার্যক্রম থমকে যায়। তাতে লোহার টুকরার উৎপাদনও কমে যায়। বর্তমানে ভালো মানের প্রতি টন রড বিক্রি হচ্ছে গড়ে সাড়ে ৬৫ হাজার টাকায়। যেখানে গত নভেম্বরেও ভালো মানের রড বিক্রি হয়েছে ৫৩-৫৪ হাজার টাকায়। অর্থাৎ টনপ্রতি রডের দাম বেড়েছে ১২-১৩ হাজার টাকা।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুন: [ Ссылка ]
Like us on Facebook
[ Ссылка ]
Follow us on
[ Ссылка ]
#breakingnews #breaking_news #breaking_news_bd
Ещё видео!