ফটিকছড়িতে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মেধাবী ছাত্রনেতা ইমরুল ইসলাম রাফিকে নিজ ঘরে ঢুকে হামলা চালিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম - খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী গিঘি এলাকায় গাছের গুড়ি পেলে ও টায়ার জ্বালিয়ে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
অবরোধ থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেয়া হয়।
গতকাল রাত আনুমানিক দেড়টায় উপজেলার সুন্দরপুর ইউপির ছোট ছিলোনিয়ায় ইনরুল রাফির গ্রামের বাড়িতে বাসায় ঢুকে মুখোশধারী ১০-১২ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ী মারধর করে।
গুরুতর আহত অবস্থায় ইনরুল রাফিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপালাতে ভর্তি করা হয়। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরন হয়।
আওয়ামীলীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের অনুসারী জেলা ছাত্রলীগের উপ- গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরুল ইসলাম রাফি সুন্দরপুর ইউপির ছোট ছিলোনিয়া আব্বাস সিকদার বাড়ীর নজরুল সিকদারের ছেলে।
এদিকে গত ২ দিনের ব্যবধানে একজনকে খুন ও ঘরে ঢুকে ইমরুল রাফির উপর এই বর্বোরোচিত হামলায় ফটিকছড়ির সাধারন মানুষের মধ্যে আতংকের স্মৃষ্টি হয়েছে।
এই জন্য সবাই প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছেন।
Ещё видео!