রাজ্য জয়েন্টে প্রথম। আমেরিকা পাড়ি দিচ্ছেন অ্যাস্ট্রোফিজ়িক্সে স্নাতক পড়তে, ম্যাসাচুসেটস শহরের এমআইটিতে। ভবিষ্যতে গবেষণা করতে চান, স্বপ্ন দেখেন জ্ঞানের জগতে স্থায়ী ছাপ রেখে যাওয়ার। পড়ার চাপে ডুবে যাওয়ার ছেলে নন, খেয়ালখুশিতে সুর বাঁধেন তাঁর সাধের কি-বোর্ডে। জানাচ্ছেন পড়াশোনা করেও নিজের জন্য সময় বার করা একেবারেই কঠিন কাজ নয়। আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য কী বার্তা দিচ্ছেন এ বারের সফল পড়ুয়া? আনন্দবাজার অনলাইনের মুখোমুখি মহম্মদ সাহিল আখতার।
Ещё видео!