লালসালু ।। সৈয়দ ওয়ালীউল্লাহ ।।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অভিষেক উপন্যাস। ১৯৪৮ সালে রচিত এবং প্রকাশিত উপন্যাসটি বাংলা সাহিত্যের ধ্রুপদী সৃষ্টিকর্ম হিসেবে বিবেচিত। এর পটভূমি ১৯৪০ কিংবা ১৯৫০ দশকের বাংলাদেশের গ্রামসমাজ হলেও এর প্রভাব বা বিস্তার কালোত্তীর্ণ। মূলত গ্রামীণ সমাজের সাধারণ মানুষের সরলতাকে কেন্দ্র করে ধর্মকে ব্যবসার উপাদানরূপে ব্যবহারের একটি নগ্ন চিত্র উপন্যাসটির মূল বিষয়।
#lalsalu_sayed_waliullah_golpo_ porar_asor
পাঠঃ রুদ্র।
বাঁশিঃ নিখিল কৃষ্ণ মজুমদার ও অভিষেক বিশ্বাস,
সম্পাদনাঃ ঐশী।
ছবির জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় বলরাম মহলদারকে।
part 1-[ Ссылка ]
part 2-[ Ссылка ]
part 3-[ Ссылка ]
part4-[ Ссылка ]
part5-[ Ссылка ]
Ещё видео!