একটি মনের দাম দিতে গিয়ে
জীবন চলার পথটি হারিয়ে
কি আমি পেলাম।।
কত যে কথা ছিল এই মনে
অচেনা মনের নিরব টানে।
আশায় আশায় কেন হারালাম
কি আমি পেলাম।।
মনে হয় তারে আমি পাব না
দেবার তো বাকী আর কিছু নেই
গরমিল হয়ে গেল হিসেবেই
পথ হারা আমি সেই ভাবনা
কত যে ভেবে চলেছি পথে
অজানা সে মন মনের সাথে।
মায়ায় মায়ায় কেন জড়ালাম।।
কথাঃ শহিদুল ইসলাম
সুরঃ কাজল রশিদ
মূলশিল্পীঃ আবদুর রউফ
Singer: Ariful Islam Mithu
Tabla: Romen Bisawas Raju
Subscribe Our Channel:
[ Ссылка ]
Like us on Facebook :
[ Ссылка ]
Follow us on Twitter :
Contact Us: +8801712-274594
Ещё видео!