সরকারি এজেন্সি বোয়েসেল'র মাধ্যমে কিভাবে আবেদন করবেন|মোবাইল নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ বিস্তারিত|
প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আপলোড দিয়েছি এটি মূলত আমাদের মালয়েশিয়া প্রবাসগামী ভাইদের স্বার্থে।
আজকের এই ভিডিওটি আমার গত ভিডিওর রিভিউ বলতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি কর্মী ভাইয়েরা কিভাবে সরকারি এজেন্সি"বোয়েসেল'র সাথে যোগাযোগ করবেন, নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আবেদন কিভাবে করবেন,বিস্তারিত তুলে ধরবার চেষ্টা করেছি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কলিং ভিসায় কর্মী নিয়োগের যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমে আমাদের রিক্রুটিং এজেন্সি গুলো তাদের কর্মী প্রেরণের ধীরগতির পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে সরকারি ভাবে অর্থাৎ জিটুজি পদ্ধতিতে কর্মী নিয়োগের যে প্রক্রিয়া শুরু করেছে সেটাই তুলে ধরবার চেষ্টা করেছি। বিশেষ করে সরকারি এজেন্সির মাধ্যমে এবং পরিপূর্ণ ঠিকানা,আবেদন করবার নিয়ম ও তাদের সঙ্গে যোগাযোগ করবার নাম্বার সহ বিস্তারিত আজকের ভিডিওতে তুলে ধরবার চেষ্টা করেছি।
আশা করি এই ভিডিওর মাধ্যমে আমাদের কর্মী ভাইয়েরা নিশ্চিতভাবে উপকৃত হবেন।
আমার "এবি এন্টারটেইনমেন্ট এস এম" চ্যানেলে আমি যতগুলো ভিডিও আপলোড দিয়েছি সবগুলোই আমাদের প্রবাসী ভাইদের স্বার্থে।
আমার ভিডিও কোন জাতি,গোষ্ঠী বা একক কোন ব্যক্তিকে আঘাত করবার উদ্দেশ্যে তৈরি করি না। আমি সম্পূর্ণই কর্মীদের অর্থাৎ প্রবাসী ভাইদের স্বার্থ রক্ষার জন্যই ভিডিওগুলো তৈরি করে থাকি।
আমার আজকের ভিডিওটি যদি আপনাদের নূন্যতম ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক,কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।ধন্যবাদ সবাইকে।#প্রবাস_তথ্য_কেন্দ্র #gitimallotouchandmusic
Ещё видео!