একটি মনকাড়া কবিতা - মিথ্যাবাদী মা। যে কবিতা শুনে কেঁদেছে লক্ষ মানুষের হৃদয়। মা - বাংলা কবিতা। মিথ্যাবাদী মা - একটি মনকাড়া কবিতা - যে কবিতা শুনে কেঁদেছে লক্ষ মানুষের হৃদয় - বাংলা কবিতা আবৃত্তি। মিথ্যাবাদী মা - মা দিবসের কবিতা - আদিত্য অনীক, একটি মনকাড়া কবিতা - mothers day Poem : Mitthebadi Ma MAA Bangla Kabita Abritti, মাকে নিয়ে সুন্দর একটি কবিতা- মা, আবৃত্তি এমডি গোলাম বারী, "Maa" written by Adittay Onik Recitation : Md Golam Bari, মাকে নিয়ে সুন্দর একটি কবিতা- মা।
#maa
#maa_kabita,
#mothers_day,
#adittay_onik,
#বাংলা_কবিতা
Poem: Mithabadi Maa
Author: Adittay Onik
Artist: Md Golam Bari
কবিতাঃ মিথ্যাবাদী মা
কবিঃ আদিত্য অনীক
আবৃত্তিঃ এমডি গোলাম বারী
Valentine day Bhalobasha chandan sinha roy Rashmi Mukherjee bangla kobita Valentine's day poem bengali Valentine's day status ভ্যালেনটাইনস্ ডে কবিতা ভালোবাসার কবিতা 14th February kobita Valentine's day kobita premer kobita প্রেমের কবিতা ১৪ ই ফেব্রুয়ারী Valentine's day poem bengali Bhalobashar Kobita romantic poem Reshav Das Valentine's Day Ye Haath Jo Thamliya Tumhein Thambliya hindi romantic poem Rohit Kishor untrollled diary Valentine's DAY poem প্রেমের কবিতা ভ্যালেনটাইনস্ ডে কবিতা premer kobita Valentine's day kobita Valentine's day kobita Valentine's Day poem premer kobita প্রেমের কবিতা ভালোবাসার রোসডে কবিতা Valentine's day poem premer kobita love poem premer kobita bangla Valentine's day status bengali প্রেমের কবিতা ভ্যালেনটাইনস্ ডে কবিতা ভালোবাসা দিবস ভালোবাসি Valentine's day spacial bhalobasi bengali poem reaction 2021 Bhalobashar kobita bengali love poem Valentine's day kobita 2021 valentine day spacial song bengali love quoits যখন প্রেমে পড়ব romantic love story premer Kobita Valentine's day spacial video premer kobita Valentine's poem romantic message
"মিথ্যাবাদী মা"
আদিত্য অনীক
এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী।
বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা।
মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি।
পাড়া পড়শি বলল এসে এই বয়সেই রাঢ়ি !
একা একা এতটা পথ কেমনে দিবে পাড়ি।
ভাল একটা ছেলে দেখে বিয়ে কর আবার
মা বলল, ওসব শোনে ঘিন্না লাগে আমার।
একা কোথায় খোকন আছে, বিয়ের কী দরকার
ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার।
রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি
নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি।
ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মা’র হাতে
আমি বলি শোও তো এবার কী কাজ অত রাতে?
মা বলত ঘুম আসে না শুয়ে কী লাভ বল?
ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল।
স্কুল থেকে নিতে আসা গাড়ী ঘোড়ার চাপে
আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায়, দুচোখ ভরা ঝিম
ভানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম।
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও
মলিন হেসে মা বলত খাও তো বাবা খাও।
আমার আবার গলা ব্যথা, ঠাণ্ডা খাওয়া মানা
ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যা-পনা।
বড় হয়ে চাকুরী নিয়ে বড় শহর আসি
টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালবাসি।
পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে
সাজিয়ে নিলাম মনের মত অত্যাধুনিক করে।
মা তখনো মফস্বলে কুশিয়ারার ঢালে
লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যা বাতি জ্বালে।
নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল
মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চল।
মা বলল এই তো ভাল খোলা মেলা হাওয়া
কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া?
বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়
ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়।
তারপর আমি আরো বড় , স্টেটস এ অভিবাসী
বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি।
দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই
মায়ের খবর নিব এমন সময় কমই পাই।
মা বিছানায় একলা পড়া খবর এল শেষে
এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে।
উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ
পায়ে পড়ে বলি মাকে এবার ফিরাও মত
একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বল,
আমার সংগে এবার তুমি এমেরিকা চল।
এসব অসুখ এমেরিকায় কোন ব্যাপার নয়
সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময়।
কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা
প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না ?
আমার কিছু হয় নি তেমন ভাবছিস অযথা
ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা।
ক’দিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী
মিথ্যাবাদী মায়ের জন্য আজো আমি কাঁদি।
Ещё видео!