মানুষ কি কইবো | Manush Ki Koibo | IrfuG ft. SADZZ | Bangla Rap Song ( Official Music Video )
Manush Ki Koibo
Artist : IrfuG ft. Sadzz
Produced by : Addy On The beat
Cinematography : Jahid Emon
Direction , Sound Engineering & Video Editing : IrfuG
Get Connected :
IrfuG
Spotify - [ Ссылка ]
IG - [ Ссылка ]
FB - [ Ссылка ]
SADZZ
Spotify - [ Ссылка ]
FB - [ Ссылка ]
YT [ Ссылка ]
IG - [ Ссылка ]
Comilla Hiphop Hood
IG : [ Ссылка ]
YT : [ Ссылка ]
FB : [ Ссылка ]
Lyrics :
ভাই ভাই , দেখলে মানুষ কি কইব ?
আর মানুষ , ওরা কি কয় ওরা নিজেরাই জানে না !
আর তুই কস ,
মানুষ কি কইব , হা ?
Hook-
করতে চাইলাম গান বাজনা কয় ;
মানুষ কি কইব ?
কইতে চাইলাম যেইডা সত্য কয় ;
মানুষ কি কইব ?
সমাজ যা চায় তা করি নাই কয় ;
মানুষ কি কইব ?
ছোট থেইক্যা শুইন্না আইসি কয় ;
মানুষ কি কইব ?
IrfuG-
সকালে উঠ , স্কুল ব্যাগ লয়া দৌড় ।
নাইলে ব্রিফকেস টা হতে ধর অফিসের মোড়।
স্কুলে ভাইবা গেলাম পরে কলেজে তে শান্তি !
ভার্সিটি পার , এখন অফিস শেষ এ ক্লান্তি ?
কোটি টাকা যার সে কাদে আরো টাকার লোভে ,
কারো একবেলা ভাত হইলেই জীবন টাই সুখে !
কারো পৌষ মাস আর কারো চলে চৈত্রের ই খরা ,
কাগজের নোটের কাছে সব নেতা মন্ত্রী ধরা ।
তাই আমার যত গান আর আমার যত রাগ ,
ছারী আমি মাইক এ তোর কানে বজ্রপাত ।
যুদ্ধ জন্মগত ভাবে লেখা আমার রক্তে !
পিস্তলের গুলী আর চলে না এখন কলমের শব্দে ।
খুন খারাপি ডরায় না , মানুষ ডরায় এখন সমাজ
সব মুখোশ ধারী মানুষ উপ্রে ফিট ফাট ভিত্রে সদরঘাট
দরজা জানলা বন্ধ কইরা তোলে নারীর গায়ে হাত
বাইরে আইসা ভাষণ চোদায় নারী জাতি জিন্দাবাদ !
Sadzz-
মানুষ কি কইবো? কথা কেমনে বুইঝা লইবো?
সিধা কথারে পেচাইয়া পরে গুজব বানায় দিবো।
ব্যাপার কেমনে কি? বুঝার আগে তোলপাড়!!
শালারা জন্মের থেইকা বইয়া বেরায় ভুল শিক্ষার ভার।
লে সমাজ গুনি না, যা ঠিক বুঝি, তা করি,
ছোট থেইকা বড় হইছি, ভালো মন্দ ফারাক বুঝি,
সমাজ তদারকির মহাজনরা সাধু ভাবসাব!
হুজুর, আলেম এর ঘরে জালেম! নিজের গোয়াল ঠিক রাখ।
আব্বে!কালো টাকার কামানো সুখ পূরণ হয় না, একি!!!!
নিজের কর্মের ফল নিজের ভোগ করতে হইবো ঠিক-ই,
পাপে বাপেরে ছাড় দেয় না, কে কি কামাইছে নেকি??
যার পোলা মাইয়া নেশায় মরে, সে সামলাইবো বউ কি!!
আবার মানুষ কি কইবো? শাক দিয়া মাছ ঢাক,
নিজে ঠিক হইলে নিজের ভালো, সমাজটা কার?
কাকা মানীর মান জুতা দিয়া পিটলেও যায় না,
সমাজ কি কইবো ভাইবা জীবন পাড়ি দিস না।
Comilla Hip-hop Hood is playing a vital role in Bangla hip hop industry since 2007. It's a organized united brotherhood including Rappers , B boys , Graffiti Artist , Stunner , Beat Boxer , Composer , Designers. Share & Support Bangladeshi Independent Hip hop .
***WARNING ANTI PIRACY
This content is original and copyright to GLAB. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright.
©All Rights Reserved By GLAB.
Ещё видео!