জগৎ বিখ্যাত ব্রিটিশ সংবাদ সাপ্তাহিক 'দ্য ইকোনমিস্ট' ২০২৪-এর সেরা দেশ হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশকে। তারা বাংলাদেশকে সেরার শিরোপা দিয়েছে গণ অভ্যুত্থানে হাসিনার পতন ঘটানোয়। ২০ ডিসেম্বর দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে। উল্লেখযোগ্য অগ্রগতির ফল অনুযায়ী ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত করার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে হাসিনার ১৫ বছরের শাসনের অবসান। হাসিনা তার শাসনামলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, গুম ও নির্যাতন চালিয়েছে। তাঁর ১৫ বছরের শাসনকালে দেশটির ১৭ কোটি মানুষ ভোটাধিকার হারিয়েছেন বলে অভিযোগ। এছাড়া, দুর্নীতি ছিল মাত্রাছাড়া।
#banglanews #latestnews #ajbarta #news #bangladesh #bdnews #interimgovernment #sheikhhasina #internationalnews #the_economist #champion_bangladesh
Ещё видео!