#LahiriBabarAshram #Rajhat #Bandel
ব্যান্ডেল স্টেশন থেকে ৫.৫ কিমি দূরত্বে রাজহাটের এই নবনির্মিত মন্দির টি সত্যিই মনগ্রাহী।বেশ খানিকটা এলাকা নিয়ে অবস্থিত এই মন্দির ।মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় রয়েছে ছোট ছোট কয়টি মন্দির ।আর মন্দির প্রাঙ্গণে প্রবেশ মাত্র চোখ টানবে দুই পাশে সুন্দর ফুলের বাগান ।ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ আরো জানা অজানা বিভিন্ন মরশুমি ফুল ও বাহারী গাছের সমাহার সকলের মন টানবেই।রয়েছে শিশুদের মনোরঞ্জনের আয়োজনের ছোট প্রচেষ্টা ।মূল মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ তাই শুধু বাইরের ছবি তোলা গেছে ।মন্দির টি অত্যন্ত পরিচ্ছন্ন ও সুন্দর, সাজানো গোছানো ।মন্দিরের ভিতরে বিরাজ করছে অসীম শান্তি ।মূল মন্দিরের অবস্থান একটি জলাশয়ের উপর যা এর শোভা বাড়িয়ে তুলেছে বহুগুন।জলাশয়ের উপর দিয়ে চলেগেছে লম্বা সুসজ্জিত প্রবেশপথ যার শুরুতে জলাশয়ের জলে পা ডুবিয়ে প্রবেশ করতে হবে গালিচা বিছানো এই প্রবেশ পথে যা মন্দিরের পরিচ্ছন্নতা বজায় রেখেছে ।তবে মন্দিরের নিয়মানুযায়ী মহিলাদের মাথার আচ্ছাদন অতি আবশ্যক ।মন্দিরে কুপন কেটে খাওয়ার ব্যবস্থা আছে, চাইলে সেটা নেওয়া যেতে পারে আবার ইচ্ছে হলে মন্দিরের আশেপাশে রয়েছে ছড়ানো আমবাগান সেখানে বনভোজন করা যেতে পারে ।কলকাতার এত কাছে স্নিগ্ধ শান্ত এই মন্দির সকলের মনজয় করবেই।মন্দিরের স্থাপত্য সত্যি মনগ্রাহী ।
✔"FOLLOW ME"
►Facebook : [ Ссылка ]
►Instagram : [ Ссылка ]
Hey, guys, this is Soumyadip Hati (Piku The Xplorer) & thank you for taking out time to watch my video. Do "LIKE" the video if you enjoyed watching or Do "COMMENT" if you want to Suggest something or Appreciate my efforts.
Thanks for watching
Piku The Xplorer
LIKE- SHARE- SUBSCRIBE
Ещё видео!