Presenting a new travelling vlogs at Hatirjheel Lake, Near Tejgaon, Dhaka. It’s really a beautiful place.
"ANTI PRIVACY WARNING"
This content is copyright to Music and video Poxin Travellers. Any unauthorized reproduction, redistribution or re upload is strictly prohibited from the material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.
All right reserved by music and video Poxin Travellers. This visual and audio element is copyrighted content of central music and video [Poxin Travellers]. Any unauthorized publishing is strictly prohibited.
হাতিরঝিল, বাংলাদেশের রাজধানী ব্যস্ত কোলাহলপূর্ণ ঢাকা নগরীর বুকে একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। হাতিরঝিল লেকের নামানুসারে হাতিরঝিল থানার নামকরণ করা হয়েছে। পূর্বে ভাওয়াল রাজ্যের হাতির পাল এ ঝিলে গোসল করাতে ও পানি খাওয়াতে আনা হতো বলে কালক্রমে এ ঝিলের নাম হয় হাতিরঝিল.. এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি। এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর 'স্পেশাল ওয়ার্কস অরগানাইজেশন' (এসডব্লিউও)। এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা।হাতিরঝিল প্রকল্পটি এক হাজার ৯৭১ কোটি টাকা ব্যয়ে মোট ৩০২ একর জমির উপর প্রতিষ্ঠিত।
#hatirjheel #হাতিরঝিল #bangladesh
Ещё видео!