নগদ-এ টাকা সঞ্চয় করলে মুনাফা পাওয়া যায় সবচেয়ে বেশি হারে। তাই টাকা জমান আপনার 'নগদ' একাউন্টে। জমা টাকার পরিমাণের উপর পাবেন সর্বোচ্চ মুনাফা (৭.৫% হারে)। একাউন্টে ৫,০০০ টাকার বেশি থাকলেই কেবল এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা পেয়ে যাবেন আপনার 'নগদ' একাউন্টে।
দেশের এই পরিস্থিতিতে, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। 'নগদ'-এর সাথেই থাকুন।
#মানুষ_বাঁচলে_দেশ_বাঁচবে
Ещё видео!