পদ্মা সেতু তৈরির পর, দেশের দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলা রাজধানীর সাথে সরাসরি সড়ক সংযোগে রয়েছে; ব্যতিক্রম শুধু ‘ভোলা‘। বরিশাল হয়ে নৌপথে কয়েক ঘণ্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় দেশের দক্ষিণের এই দ্বীপ জেলায়। যুগ যুগ ধরে ফেরিতে পারাপারের ঝুঁকি নিয়েই চলতে হয় তাদের। কিন্তু এখন সময়ের অপচয় আর নানা ঝামেলা থেকে মুক্তি চান, ভোলাবাসী। কিন্তু কবে শুরু হচ্ছে ভোলা সেতু? তা জানাবো আমাদের সহকর্মী ফাইয়াজের ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...
Ещё видео!