শীতে কবুতর পালন | শীতে কবুতরের যত্ন | Pigeon winter care | Kobutor Palon | RM pigeon lover.
বছরের বাকি সময় কবুতর পালার নিয়ম এবং শীতকালে কবুতর পালন নিয়মের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। কারণ আপনি যদি এই সময় কবুতর কে অন্য সময়ের মতো স্বাভাবিক খাবার খেতে দেন। স্বাভাবিক সিডমিক্স খাওয়ান অথবা স্বাভাবিক সময় এর মত খোলামেলা জায়গায় রাখেন তবে কবুতর গুলো খুব সহজেই অসুস্থ হয়ে যাবে।
শীতে আপনার কবুতরের সীড মিক্স তৈরি থেকে শুরু করে বাসস্থান ও খাঁচা রাখার জায়গা সমস্ত কিছুতে আমূল পরিবর্তন আনতে হবে। নরমাল সময়ে যে খাবারগুলো দেন এর সাথে কিছু এক্সট্রা খাবার মিশিয়ে খাওয়াতে হবে।
শীতকালীন এমন কিছু শাক সবজি রয়েছে যেগুলো কবুতরের জন্য বিষাক্ত তাই এই খাবারগুলো এভোয়েড করতে হবে।
শীতকালে কবুতর পালন এর নিয়ম নিয়ে পাঁচটি টিপস আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এর প্রত্যেকটি কবুতরের সুস্থতা এবং বাচ্চা উৎপাদনের জন্য অত্যন্ত জরুরী।
১: শীতকালীন সীডমিক্স : শীতকালে কবুতরের সীডমিক্সে তেল জাতীয় বীজ দিতে হবে । অতিরিক্ত শীতে পাখির বডির টেম্পারেচার ধরে রাখতে তেল বীজ প্রচন্ড কার্যকরী। এটা তাদের শরীরকে শীতের সময় গরম রাখতে সহায়তা করে। শীতের সময় সপ্তাহে তিন থেকে চার দিন কবুতর এগ ফুট খেতে দিতে পারেন। যেখানে গরমের সময় দুই থেকে তিন দিনের বেশি এগফুড খাওয়ানো ঠিক নয় সেখানে শীতে ৩ থেকে সর্বোচ্চ ৪ দিন পর্যন্ত এগ ফুট সরবরাহ করা যেতে পারে।
২, ২য়ত রয়েছে বাসস্থান:
যারা কবুতরের খাচা ঘরের ভেতর রাখেন তাদের এদের খাঁচা এমন জায়গায় রাখতে হবে যাতে সরাসরি ঠাণ্ডা বাতাস না লাগে। প্রচণ্ড ঠাণ্ডা অথবা শৈত্য প্রবাহ চলাকালীন সময়ে ঘরের জানালা দরজা ঠিক ভাবে বন্ধ রাখতে হবে । আর যারা বারান্দায় কবুতর রাখেন তাদের অবশ্যই বারান্দা পলিথিন বা তাবুর কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে। সত্য প্রবাহের সময় যখন অতিরিক্ত শীত পারে তখন রাতের বেলা কবুতরের খাঁচা অবশ্যই মোটা কাপড় বা হালকা কম্বল দিয়ে ঢেকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে বাতাস চলাচলের জন্য কিছু জায়গা থাকে (উপর থেকে ৪ অংশের ৩ অংশ কাপড় দিয়ে ঢাকা এবং নিচের ১ অংশ খোলা )। এভাবে রাখলেই হবে।
৩: হালকা রোদের ব্যবস্থা করতে পারলে ভালো। কবুতরের ডিম বাচ্চা না থাকলে খাঁচা ২/৩ ঘণ্টা এমন ভাবে রোদে রাখুন যাতে খাঁচার এক পাশে রোদ লাগে এবং অন্য পাশে ছায়া থাকে। সবচেয়ে ভালো হয় কাচা গুলো এমন জায়গায় রাখা যেখানে সকালের হালকা রোদ লাগে। কবুতরের ইমিউন সিস্টেম ভালো রাখতে সহায়তা করে।
৪ : কবুতরের শীতকালিন সম্পূরক খাবারঃ
মধু , তুলসি পাতা, পুদিনা পাতা কবুতরের ঠাণ্ডা প্রতিরোধ করে এবং ঠাণ্ডার চিকিৎসায় ব্যবহৃত হয়। বিশুদ্ধ মধু, তুলসি এবং টাটকা শাক সবজি ও ফলমূল কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এক্ষেত্রে মাঝে মাঝে কবুতরের খাবার পানির সাথে এক ফোঁটা মধু মিশিয়ে দিতে পারেন তবে বেশি দেয়া যাবে না। পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অথবা ঠাণ্ডার চিকিৎসায় তুলসী পাতা বা তুলসির দ্রবন/শরবত প্রতি ২ সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যাবে।
৫ : শীতে কবুতরের খাঁচা, খাবারের পাত্র এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন এবং প্রতিদিন পরিষ্কার পাত্রে তাদের বিশুদ্ধ পানি ও খাবার খেতে দিন। এতে করে আপনার কবুতর ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস এর আক্রমন থেকে সুরক্ষিত, সুস্থ ও সবল থাকবে যার ফলে হঠাৎ করে ঠাণ্ডা লাগার ভয় কমে যাবে। তাছাড়া যদি সম্ভব হয় দিনে দুইবার পানি পরিবর্তন করার চেষ্টা করুন সন্ধ্যায় এবং সকালে টাইমটাতে কবুতর এর পানি অতিরিক্ত পরিমাণে ঠান্ডা হয়ে থাকে তাই দুইবার পানি পরিবর্তন করে দিলে এটা ভালো হয়।
৬ সতর্কতাঃ
শীতকালে কবুতর স্বাভাবিকের থেকে বেশি ডিম বাচ্চা উৎপাদন করে। আর এ সময় আমরা কবুতর কে অধিক মাত্রায় এগ ফুট বা নরম খাবার খেতে দেই। কিন্তু এক ফুট তৈরিতে কিছু শীতকালীন সবজি ঝুঁকিপূর্ণ হয় বিশেষ করে যখন পাখির বাচ্চা থাকে শীতকালীন পালং শাক খেয়ে অনেক বাচ্চা কবুতর ও পাখি মারা যাওয়ার খবর পাওয়া যায়। তাই ভুলেও কবুতরকে পালং শাক খাওয়াবেন না। এছাড়াও শীতে এগফুড তৈরির সময় কাঁচা টমেটো খাওয়াতে যাবেন না। কাঁচা টমেটো মধ্যে বিরাজমান কিছু খাদ্য উপকরণ কবুতর সহজে হজম করতে পারে না তাই এগুলো এভয়েড করুন। শীতকালীন সাধারণ সিম কবুতর এর এগফুড এর সাথে মিশিয়ে দিলে কমবেশি খেয়ে থাকলেও হাইব্রিড কিছু বিদেশী জাতের সিম রয়েছে যেগুলো কবুতর ও পাখির জন্য নিষিদ্ধ তাই সিম পুরোপুরি এভয়েড করাটাই ভালো হবে।
Keyword: শীতে কবুতর পালন,শীতে কবুতরের যত্ন,Pigeon winter care,Kobutor Palon,Grow Life,কবুতরের জন্য বিষাক্ত খাবার তালিকা,যে খাবারগুলো কবুতরের জন্য নিষিদ্ধ,কবুতর পালন, শীতে কবুতর পালন | শীতে কবুতরের যত্ন | Pigeon winter care | Kobutor Palon | RM pigeon lover., RM Pigeon Lover, কবুতর পালন, কবুতর পালন পদ্ধতি, শীতে কবুতরের যত্ন, শীতে কবুতর পালন, শীতকালীন যত্ন, কবুতরের খাদ্য, কবুতরের রোগ ও চিকিৎসা, কবুতর পদ্ধতি, মৌসুমি পালন, কবুতর, pigeon, কবুতর প্রজনন, পালন কৌশল, শীতকালীন কবুতর, কবুতর স্বাস্থ্য, কবুতর পরিচর্যা, শীতের যত্ন, পাখি যত্ন, kobutor palon, দেশি কবুতর পালন পদ্ধতি, পালন পদ্ধতি, শীতে কবুতর, rm কবুতর প্রেমিক, পরিত্যক্ত ছাদে কবুতর পালন
Ещё видео!