কচুর লতি পাতুরি, সম্পুর্ণ গ্রাম্য পদ্ধতিতে চিংড়ি এবং শুটকি দুটি রেসিপি | Kochur Lati Paturi Recipe
কচুর লতি দিয়ে চিংড়ি এবং শুটকি দিয়ে পাতুরি তৈরি করে খেয়েছেন কখনও?
বাঙালির খাবার তালিকার একটি জনপ্রিয় খাবার হচ্ছে ‘কচুর লতি চিংড়ি এবংকচুর লতি দিয়ে শুটকি ভুনা। কচুর লতি দিয়ে চিংড়ির এবং শুটকি মজাদার পাতুরি রান্নার রেসিপিটি জানে না অনেকে। কিন্তু রেসিপি না জানলে তো রান্না করে খাওয়া হবে না।মজাদার এই কচুর লতি পাতরি, খাবারটি নিজে রান্না করে খেতে হলে অবশ্যই ভিডিও টি দেখুন এবং তৈরি করে দেখিয়ে দিন আপনি ও রান্না করতে পারেন।
রেসিপি টি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন।
(দুটি রেসিপির জন্য একই উপকরণ)
রেসিপি টি তৈরি উপকরণ:
কচুর লতি – ২৫০ গ্রাম
চিংড়ি – ১/২ কাপ / ২ টি বড় লটিয়া শুটকি
পেয়াজ কুচি – ১ মুট
কাঁচালঙ্কা ফালি – ৬ টা
রসুন কুঁচি – ১ মুট
রসুন বাটা – ১ চা চামিচ
আদা বাটা – ১ চা চামচ
হলুদ গুড়ো – ১ চা চামচ
মরিচ গুড়ো – ১ চা চামচ
ধনে গুড়ো – ১ চা চামচ
নুন – স্বাদ মত
তেল – ৩ টেবিল চামচ
#kochurlotipaturi
#কচুর_লতি
#SheulyerRannaGhore
Ещё видео!