ছোট বাচ্চা দের ৫ টাকায় প্যান্ট শাল বিভিন্ন ধরনের ওয়ান পিস ২ পিস থ্রি পিস সবচেয়ে কম দামে টুকরা কাপড় গজ কাপড় পানজাবি জুতা মেয়ে মানুষের সকল ধরনের পন্য পাইকারী ও খুচরা বিক্রি করা হয় এই মার্কেট টা অবস্থান এটা এশিয়া মহাদেশ সবচেয়ে বৃহত্তর পাইকারী মারকেট একক মালিকের যা বাংলাদেশের সবচেয়ে বড়ো মারকেট এটা ঢাকা সিলেট মহাসড়ক পাশে নারায়ণগঞ্জ জেলা রুপগন্জ থানা ঢাকা মারকেট এর নাম ভুলতা গাউছিয়া মারকেট প্রত্যক মঙ্গলবার শুধু হাট টা বসে সকাল ৭ টা থেকে দুপৃর ২ টা পযন্ত আমার জানা মতে ঢাকা ও এর আশপাশের জেলেয় প্রায়৫০ হাজার মহিলা ও ২০ হাজার পুরুষ এই হাট থেকে পন্য কিনে সফল হয়েছে ছোট বড়ো সবমিলিয়ে ৫ হাজারের ও বেশি দোকান দার বসে এ ছাদ এর হাটে ঢাকা গুলিস্থান থেকে সরাসরি বাস আছে ভুলতা গাউছিয়া তে যারা চট্টগ্রাম বিভাগ থেকে আসবেন কাচপুর ব্রিজে এসে ভুলতা গাউছিয়া বাস পাবেন ঢাকা সিলেট রোডে ২০ টাকা ভাড়া যারা উওরবঙ্গ থেকে আসবেন রাজশাহী ও রংপুর বিভাগ থেকে তারা কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি গাউছিয়া বাস পাওয়া যায় শুধু BRTC বাস চলাচল করে এই রোডো বরিশাল বিভাগ থেকে যারা আসবেন যাএাবাড়ি থানার সামনে থেকে গাউছিয়া নেমে দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেস সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যালেন এর পাশে থাকবেন
Ещё видео!