গৃহীনি থেকে সফল কৃষি উদ্যোক্তা। Housewife turned successful agri entrepreneur । কৃষক কৃষাণী।
একজন সফল নারী উদ্যোক্তা মোসাম্মদ তাসলিমা আক্তার। পারিবাররিক কাজের পাসাপাসি নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন তিনি। চিন্তা করেন কিভাবে বারতি আয়ের উৎস তৈরি করা যায়। অল্প পুজি নিয়ে শুরু করেন তার যাত্রা। কঠোর পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস রেখে চালিয়ে যান তার কাজ। আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। প্রথমে তিনি শুরু করেছিলেন দেশী হাঁস-মুরগী লালন পালন থেকে, বর্তমানে তার রয়েছে দেশী গরুর খামার, ছাগল পালন , মাছ চাষ, রয়েছে লেয়ার মুরগির খামার, নানা ধরনের কৃষি উদ্যোগ। এছারাও দেশি মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করেন।
ইউটিউব চ্যানেল-
[ Ссылка ]
ফেসবুক পেজ-
[ Ссылка ]
ফেসবুক গ্রুপ-
[ Ссылка ]
#সফল_কৃষি_উদ্যোক্তা #নারী_উদ্যোক্তা #কৃষক_কৃষাণী
Ещё видео!