বাজরিগার পাখির এগবাইন্ডিং বা ডিম আটকে যাওয়া সমস্যায় করনীয় |how to solve budgies egg binding problem?
#eggbinding
#এগবাইন্ডিং
#LutinoAlbino360
#লুটিনোএলবিনো৩৬০
#বাজরিগার_পাখি
#bird_Specialist
*************************************
#এগবাইন্ডিং কি?
যে কোন পাখির পেটে ডিম আটকে যাওয়াকে এগ বাইন্ডিং বলে যেটা সে স্বাভাবিক ভাবে বাহিরে বের করতে পারছে না। এমন যদি হয় সেক্ষেত্রে সঠিক সময়ে ডিম বের করতে না পারলে পাখিটি মারা যাবে। তাই এমন যদি হয় তো দেরি না করে ডিম বের করার চেষ্টা করতে হবে। এগবাইন্ডিং হয় যদি পাখি কোন কারনে দুর্বল থাকলে, পুষ্টির অভাব থাকলে, ক্যালশিয়ামের ঘাটতি থাকলে, আগে থেকে অসুস্থ থাকলে।
পাখি পালতে গেলে অনেকেরি এমন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এগ বাইন্ডিং রিলিজ করার সঠিক পদ্ধ্যতি যানা না থাকলে আপনার সখের পাখিটিকে হয়তো আর বাচাতে পারবেন না তাই সেই সকল পাখালদের কথা মাথায় রেখে আমার এই ভিডিওটি করা যাতে করে তারা আমার ভিডিওটি দেখে শিখে রাখতে পারে এবং এমন সমস্যার সম্মুখীন হলে যাতে নিজেরাই সমাধান করে ফেলতে পারে।
**************************
আমি আশা করবো ভিডিওটি আপনাদের উপকারে আসবে - যদি ভিডিওটি দিয়ে কিছুটা হলেও উপকারে আসতে পারি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন_ ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে অন্য আরো যারা ভুক্তভুগি আছে তাদের উপকারে আসে-
************
আমার ফেইসবুক লিংক [ Ссылка ]
****************
পাখি সম্পর্কিত যে কোন তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন- আমার জানার গন্ডিতে থাকলে অবশ্যই আমি আপনাদের সাহায্য করবো---
**************ধন্যবাদ সবাইকে****************
Ещё видео!