বাংলাদেশের মাটিতে অসাধারণ রাম্বুটান। এক অভাবনীয় ব্যাপার।
একেবারে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনামের মত রঙ, চেহারা ও স্বাদের রাম্বুটান।
কলমের চারা তাই একদম অরিজিনাল জাতের রাম্বুটান।
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সৃজন করা হর্টিকালচার সেন্টারের বাগান। এই ভিডিও তে বাংলাদেশে রাম্বুটান চাষের সম্ভাবনা, পরিচর্যা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে।
আলোচনায় আছেন - ডঃ মোঃ মেহেদি মাসুদ স্যার, ডঃ মোঃ আব্দুল আওয়াল স্যার ( পরিচালক হর্টিকালচার উইং, ডিএই, কৃষি মন্ত্রণালয় , কাজি শফিকুল ইসলাম ( ডিডি, বনরূপা হর্টিকালচার সেন্টার, রাঙ্গামাটি)
শুধু একটা ব্যাপার স্বরণ করিয়ে দিতে চাই - জাত ভাল হতে হবে, বীজের চারায় বাণিজ্যিক বাগান করা যাবে না এবং বাণিজ্যিক চাষাবাদ শুরু করার পূর্বে প্রশিক্ষণ ও ভালোকরে জেনেবুঝে নিতে হবে।
কৃষিই সমৃদ্ধি ।
যোগাযোগ নং - 016 1139 1731 ( কাজি শফিক স্যার, উপপরিচালক, বনরূপা হর্টিকালচার , রাঙ্গামাটি)
Ещё видео!