এক সময়ের দরিদ্র দেশ থেকে চীন কিভাবে বিশ্বের কারখানা হয়ে উঠলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : [ Ссылка ]
২০০১ সালে কাতারের দোহায় এক সম্মেলনে অনুষ্ঠিত ভোটে চীনকে পূর্ণ সদস্যপদ দেবার সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ব বাণিজ্য সংস্থা। এরপর বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশের বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবার গল্পটা যেমন বিচিত্র তেমনি রোমাঞ্চকর। বর্তমানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিন অ্যামেরিকার অধিকাংশ দেশের শীর্ষ বাণিজ্যিক অংশীদার এই চীন। তবে দেশটির এই পর্যন্ত আসতে কয়েকটি অর্থনৈতিক সংকট পাড়ি দিতে হয়েছে।
চীন কীভাবে একটি দরিদ্র কৃষিনির্ভর দেশ থেকে বিশ্বের শিল্প কারখানায় পরিনত হলো তার বিস্তারিত জানবো আজকের পর্বে।
আদ্যোপান্ত'র আজকের ভিডিওটির স্পন্সর Arogga অ্যাপ। অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে ইন্সটল করুন নিচের লিংক থেকে:
[ Ссылка ]
অথবা ADPN কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে।
💻 যুক্ত হোন:
ফেইসবুক: [ Ссылка ]
💻 আমাদের ওয়েবসাইট:
[ Ссылка ]
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com
Ещё видео!