শুন্য থেকে কোটিপতি হওয়ার সহজ উপায় Your money or your life book summary |Financial Education Bangla
লেখক বলেন প্রত্যেকের এই ব্যাপারে ফোকাস করা উচিত যে অর্থ-সম্পদ কে ব্যবহার করে কিভাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়।
অথর বলেন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট মানে আপনার কাছে এমন এমাউন্টের টাকা থাকবে যে আপনাকে আর টাকার জন্য কাজ করতে হবে না। আপনি কাজ না করলেও আপনার ইনকাম আসতে থাকবে। আপনার যখন ইচ্ছা আপনি আপনার পরিবারকে সময় দিতে পারবেন। যখন যেখানে ঘুরতে যেতে চান যা কিছু খেতে চান নিজের ইচ্ছামত সব করতে পারবেন। আপনার যখন যা ভালো লাগে আপনি তখন সেই কাজ করতে পারবেন। আপনি কাজ করবেন নিজের জন্য ব্যাংকের লোন শোধ করার জন্য নয় ।
এই ভিডিওতে আমরা
Vicki Robbin এর বই
your money or your life বইটি থেকে শিখবো কিভাবে ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এচিভ করা যায়। তাও আবার দ্রুততম সময়ের মধ্যে।
ব্যক্তিগতভাবে প্রচন্ড শক্তিশালী এই বইটি আমার অতীতের আর্থিক চিন্তা ধারায় উপর পুরো ভূমিকম্প সৃষ্টি করেছিল। এবং টাকাপয়সার ব্যাপারে আমার চিন্তা ধারাকে পুরোপুরি পুনর্নির্মাণ করে দিয়েছে। বইটিতে দেখানো প্রিন্সিপাল গুলো ফলো করে আর্থিকভাবে প্রচন্ড লাভবান হতে পেরেছি। তাই আশা করি এই বইটিতে থাকা দুষ্প্রাপ্য তথ্যগুলো আপনার ফাইন্যান্সিয়াল সাইকোলজি কে পুরোপুরি বদলে দিবে। এবং তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রিডম এচিভ করতে আপনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই বইটি থেকে ফিনানসিয়াল ফ্রিডম আর্থিক স্বাধীনতা অর্জনে করার পাঁচটি সবচাইতে কার্যকরী স্ট্র্যাটিজি আমি আপনাদের সাথে শেয়ার করছি।
যে বইটি সামারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এর নাম ইওর মানি অর ইওর লাইফ Timeless lessons on wealth greed and happyness যেটা লিখেছেন Vicki Robbin । এটা এমন একটা বই যেটা আমি বারবার পড়েছি। কারন আমার দেখা ফাইন্যান্সিয়াল এডুকেশনের বেস্ট অফ দা বেস্ট বুক এটি। তাই এই ভিডিওটি কোনভাবেই মিস করবেন না কারণ এখানে আমি ওই সমস্ত স্ট্রাটেজি গুলো আপনাদের সাথে শেয়ার করব যা কিনা আমি এই বইটি থেকে শিখেছি।
related topics
Personal Finance, Financial Education Bangla, Your money or your life summary Bangla, book summary Bangla, financial education Bangladesh, শেয়ারবাজারে বিনিয়োগের নিয়ম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, financial freedom
Ещё видео!