মানুষের তৈরী ১০ টি অবিশ্বাস্য স্থাপনা 😱 |10 incredible man made structures
আপনি কি জানেন মানুষের তৈরী ১০ টি অবিশ্বাস্য স্থাপনা যা আমাদের আশ্চর্য হতে বাধ্য করে।সময়ের শীর্ষে আজ আপনাদের যা দেখানো হবে তা প্রকৃতি না বরং মানুষের তৈরি অবিশ্বাস্য স্থাপনা আর চমকে দেয়ার মতো।
আসুন এবার দেখা যাক মানুষের তৈরী ১০ টি অবিশ্বাস্য স্থাপনা গুলো কি কিঃ
1.উঁচু ও লম্বা কাঁচের ব্রিজ
পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু ও লম্বা কাঁচের ব্রিজ চীনে তৈরী করা হয়েছে।কাঁচের তৈরী এই পুল দুটি পাহাড়ের মধ্যে বসানো হয়েছে , ব্রিজটি খুব উন্নতমানের গ্লাস দিয়ে তৈরী হবার কারণে এখানে ঝুঁকি সংক্রান্ত কোনো সমস্যা নেই ,পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এটি দেখতে আসে ,ব্রিজটি একটি স্বচ্ছ কাঁচের তৈরী।
২. ঝুলানো স্বচ্ছ কাঁচের তৈরী হোটেল
পেরুতে অবস্থিত পাহাড়ের গায়ে ঝুলানো স্বচ্ছ কাঁচের তৈরী হোটেল। মজবুত অ্যালুমিনিয়াম আর কার্বোনেটের দ্বারা তৈরী এই ২৫ ফুট লম্বা ক্যাপসুল তৈরী করা হয়েছে। ক্যাপসুলের ভিতরে আলাদা আলাদা রুম রয়েছে , যার মধ্যে বাথরুমের সুবিধা ও রয়েছে।
৩.কাঁচের প্লাটফর্ম
বেইজিং এর এক পাহাড়ের উপর অবস্থিত এক বিশাল কাঁচের প্লাটফর্ম। এই প্লাটফর্মকে এই কারণে বানানো হয়েছে যাতে এখান থেকে জিনডং জঙ্গলের সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করা যায়।
৪.কাঁচের রাস্তা
তিয়ানমান মাউন্টেনের উপর অবস্থিত কাঁচের রাস্তা।স্থাপনাটি মাটি থেকে ৪৭০০ ফুট ওপরে অবস্থিত।এই স্কাই ওয়াকের জন্য তৈরী রাস্তা শুধু আপনাকে এডভেঞ্চার আর রোমাঞ্চ দিবে না বরং আপনার সাহসের পরীক্ষা ও নিবে। শূন্যের ওপর ঝুলে থাকা এই রাস্তা ২০০ ফিট লম্বা।রাস্তাটি তৈরী করার জন্য যে কাঁচ ব্যবহার করা হয়েছে তা আড়াই ইঞ্চি পুরু আর ৩ ফিট চওড়া, এখন থেকে তিয়ানমান পাহাড়ের সৌন্দর্য সব থেকে ভালোভাবে উপভোগ করা যায়।
৫.ফলকির্ক হুইল
২০০২ সালে প্রথম বারের মতো কাজে লাগানো হয়েছিল ফড়কীক হুইলকে।প্রথমবার দেখে আপনি এটাকে পানির উপর অর্ধেক ব্রিজ ভেবে বসতে পারেন , কিন্তু বেশ কিছুক্ষন দেখার পর আপনি বুঝতে পারবেন যে এটাই পৃথিবীর একমাত্র বটলিফটার,যা চার দিকে ঘুরতে পারে।
৬.দীর্ঘতম ভাসমান সেতু
বাংলাদেশের যশোরে মনিরামপুরে অবস্থিত দীর্ঘতম ভাসমান সেতু, সেতুটি ৪ ফুট চওড়া আর প্রায় ১০০০ ফুট দৈর্ঘ্য, সেতুটিতে ব্যবহার করা হয়েছে ১৮ টন লোহার এঙ্গেল , ১৫ টন স্টিলের পাত আর ৩৩৯টি প্লাস্টিকের ড্রাম, এটি বাংলাদেশে তৈরী সর্বপ্রথম ভাসমান সেতু।
৭.স্কাইডেক শিকাগো
আমেরিকার সব থেকে উঁচু আকাশ ছোয়া বিল্ডিং উইলিস্টটায়ারের ১০৩ তালায় কাঁচের তৈরী স্বচ্ছ প্লাটফ্রম রয়েছে যাকে স্কাইডেক বলা হয়। কাঁচের তৈরী এই বেলকনির মতো প্লাটফ্রম ৫ টন পর্যন্ত ওজন বহন করতে পারে।
৮.শূন্যে ঝুলানো সুইমিং পুল ,
ইন্টার কন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটি হোটেলের ৩৬ তম তলায় অবস্থিত এই সুইমিং পুল, যা দেয়ালের বাইরে শূন্য অবস্থায় আছে। যার ভেতর থেকে দুবাই শহরের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। এই পুল থেকে দুবাই শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলার ভালো ভিউ পাওয়া যায়। যার মধ্যে ব্রুজ খলীফাও অন্তর্গত।
৯.ক্যাপিলানো ব্রিজ
কানাডার উত্তর ভ্যানকোপাতে অবস্থিত ক্যাপিলানো ব্রিজ। ব্রিজটি একটি নদীর উপর থেকে এভারগ্রিন ফরেস্টের মধ্যে দিয়ে চলে গেছে , ব্রিজটি ৪০৭ ফিট লম্বা যা খুব সেভ এবং ব্রিজটি একসাথে ৯৬টি হাতির ওজন বহন করতে সক্ষম। প্রতি বছর ব্রিজটি দেখতে প্রায় ৯ লক্ষ্য টুরিস্ট আসে।তবে ব্রিজ থেকে উপরে যাওয়ার সময় আপনার সাহসের পরীক্ষা ও হয়ে যাবে।
১০.টুইস্টেড টাওয়ার
এই অদ্ভুত স্তাপনা যা দেখলে আপনার মনে হবে এটা হয়তো আপনার চোখের ভ্রম। কিন্তু দুবাই এর কাইয়ান টাওয়ার ঠিক এভাবে বানানো হয়েছে, যা বানাতে ২৭২ বিলিয়ন ডলার খরচ হয়েছে।৩০০ মিটার উঁচু আর ৭০ তালা বিশিষ্ট এই কাইয়ান টাওয়ার উপর থেকে নিচ পর্যন্ত টুরেষ্টেড। যা প্রথমবার দেখে মানুষ হতভম্ব হয়ে যায় বা চোখের ভ্রম মনে করে।
এরূপ আরও অসাধারণ ইন্টারেষ্টিং ও রহস্যময় তথ্য জানতে আমাদের সাথেই থাকুন।
# মানুষেরতৈরিঅবিশ্বাস্যস্থাপনা #architecture #mysterious #manmade #worldamazingfacts #advut10 #odvut10 #odvut10bangla #latestbanglanews #mysteriousplaces #structure #incridible #structures #architecture #peru #travel #landmarks #monuments #skyscrapers #tourism #dubai #uae #mydubai #dubailife #abudhabi #canada #usa #toronto #ontario #mystery #art #nature #photography #china
Ещё видео!