যুদ্ধে যেতে পাগলপারা এক বন্দী সাহাবীর গল্প!
................
রসুলের সাহাবীরা আল্লাহর সত্যদীনকে বিজয়ী করার জন্য কতটা মরিয়া ছিলেন, তা আজকে চৌদ্দশ বছর পরে আমাদের কাছে অনেকটা গল্পের মতো শোনায়। তেমনই একজন সাহাবীর ঘটনা আজ আমরা তুলে ধরব, যা আমাদের মতো দুর্বলচেতা মুসলিমদের কাছে অভাবনীয়, অচিন্তনীয়। একজন সাহাবী, যিনি নিজের ঘরে পায়ে শিকল পরিহিত অবস্থায় বন্দি ছিলেন, তিনি যখন শুনলেন মুসলিম ও কাফিরদের মধ্যে যুদ্ধ হতে চলেছে, সেই যুদ্ধে অংশ নেয়ার জন্য উতলা তিনি হয়ে ওঠলেন। অথচ তিনি চাইলেই সেই যুদ্ধে অংশ নেয়া থেকে বিরত থাকতে পারতেন, কেননা যুদ্ধ কেবল বিজয় নিয়ে আসে না, বরং নিজের মৃত্যুও ডেকে আনে। পায়ে শিকল পরানো অবস্থায় এই বন্দিদশাই ছিল তার জন্য নিরাপদ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, কোনো অজুহাত কিংবা নিজের জীবনের মায়া তাকে আটকে রাখতে পারে নি। তিনি ঠিকই বন্দিদশা থেকে বের হন আর যুদ্ধের ময়দানে ছুটে যান। কিন্তু এই অসম্ভব কাজটি কিভাবে সম্ভব হয়েছিল? পায়ে লোহার শিকল পরিহিত অবস্থা থেকে তিনি কিভাবে মুক্তি পেয়েছিলেন? এর পেছনে রয়েছে অত্যন্ত চমকপ্রদ একটি ঘটনা। সেই ঘটনাই তুলে ধরবো ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে।
Related Tags:
সাহাবীদের গল্প
সাহাবীদের ইতিহাস
ইসলামের ইতিহাস
আব্দুল্লাহ ইবনে সুহাইল রাঃ
আব্দুল্লাহ ইবনে সোহাইল রাঃ
সোহাইল ইবনে আমর রাঃ
সুহাইল ইবনে আমর রাঃ
আবু জান্দাল রাঃ
রসুলের সাহাবী
রসুলের সাহাবা
বদরের যুদ্ধ
Ещё видео!