যুবলীগ সাধারণ সম্পাদক ও খান পরিবারের পক্ষ থেকে করোনা দূর্যোগে ধারাবাহিকভাবে সুলতানাবাদ ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ...
→→বাংলাদেশ আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ও মতলব উত্তরের প্রখ্যাত খান পরিবারের পক্ষ থেকে এবং মতলব উত্তর উপজেলার সুযোগ্য ভাইস চেয়ারম্যান মোতাহের হোসেন খান সুফলের দিকনির্দেশনায় করোনা দূর্যোগে মতলব উত্তর ও মতলব দক্ষিণে করোনা সুরক্ষা সামগ্রী এবং খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউমিয়নে ৫০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
→→উল্লেখ্য, ১৫ ই মে রোজ শুক্রবার সকাল ১১ টায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চর পাথালিয়া নুরুল হুদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
→→আরো উল্লেখ্য, বিতরণ কার্যক্রমে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, মোতাহের হেসেন খান সুফল ও খান পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মনির হোসেন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সুলতানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলি প্রধান, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক খোকন এবং আওয়ামীলীগ, যুবলীগও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
→→জানা যায়, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও মতলব উত্তরের ঐতিহ্যবাহী খান পরিবারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
→→বিশেষভাবে উল্লেখ্য, ইতিমধ্যে বাগানবাড়ী ইউনিয়নে ৩০০ পরিবার ও মতলব দক্ষিন পৌরসভায় ৫০০ পরিবার, ছেংগারচর পৌরসভায় ৫৫০ পরিবার, দূর্গাপুর ইউনিয়নের ৫১ টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, ফরাযীকান্দি ইউনিয়নে ৭০০ পরিবার, ষাটনল ইউনিয়নে ৩০০ পরিবার, জহিরাবাদ ইউনিয়নে ৩০০ পরিবার, ফরাযীকান্দি ইউনিয়নের হাজীপুর গ্রামে ২০০ পরিবার, গজরা ইউনিয়নে ৩০০ পরিবার ও ১০০ পরিবারকে ঈদসামগ্রী কিনার জন্যে নগদ অর্থ প্রদান, উত্তর নায়েরগাঁও ইউনিয়নে ৩০০ পরিবার এবং সুলতানাবাদ ইউনিয়নে ৫০০ পরিবার, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি, পুলিশ সদস্য, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধি, সাংবাদিকসহ চাঁদপুর জেলার ডিসি অফিস, পুলিশ সুপারের অফিস, ট্রাফিক পুলিশ অর্থাৎ করোনাযুদ্ধে অগ্রসৈনিকদের আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ও ওনার বড় ছেলে ঢাকা মহানগর ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মাসরুর হোসেন খান নাবিলের পক্ষ থেকে পিপিই, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ ও করোনায় মারা যাওয়া ব্যক্তিদের জানাজা দেওয়ার জন্য মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার দুটো দলকে সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
প্রতিবেদনটি লিখেছেন মোঃ সম্রাট
সবার আগে তথ্য, বিনোদন ও সব খবরাখবর পেতে Bangla News 24 ফেইসবুক পেইজ লাইকড হয়ে ফলো অপশনে গিয়ে see first করে রাখুন। সেইসাথে Bangla News 24 ইউটিউব চ্যানেল সাবসক্রাইব করে রাখুন।
Email : onlinebdincome124@gmail.com
Like comment and share this video with your friends. Please don't forget to subscribe to my channel :
Like our Pages: [ Ссылка ]
[ Ссылка ]...
Follow Me: [ Ссылка ]
Also Subscribe to my other channel:
[ Ссылка ]...
Thank You
Ещё видео!