১৯৭১ সালের ৫ আগষ্ট চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী বাগোয়ান গ্রামের মাঠে পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ সমরে শহীদ হন ৮ জন বীর মুক্তিযোদ্ধা।
এ যুদ্ধের নেতৃত্ব দেন কমান্ডার হাসান জামান। এ যুদ্ধে তিনি যোদ্ধাদের জীবন বাঁচাতে নিজের জীবনকে বিলিয়ে দেন।
এছাড়াও এ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা
1. খালেদ সাইফুদ্দিন তারেক - পোড়াদহ, কুষ্টিয়া
2. রওশন আলম - আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
3. আলাউল ইসলাম খোকন - চুয়াডাঙ্গা শহর
4. আবুল কাশেম - চুয়াডাঙ্গা শহর
5. রবিউল ইসলাম - মোমিনপুর, চুয়াডাঙ্গা
6. কিয়ামুদ্দিন - আলমডাঙ্গা
7. আফাজ উদ্দিন চন্দ্রবাস - দামুড়হুদা
জগন্নাথপুর গ্রামের মানুষ রাস্তার পাশে দুটি কবরে চারজন করে আটজন শহীদ মুক্তিযোদ্ধার লাশ কবর দেয়। কালক্রমে এই আটজন মুক্তিযোদ্ধার কবরকে ঘিরেই এ স্থানটির নামকরণ হয়েছে 'আটকবর'।
এখানে পরবর্তীতে একটি মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে।পাশেই তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ সংগ্রহশালা। চারপাশে বাগান তৈরি করে সৈন্দর্য বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী মুজিবনগর এখান থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত।
#bangladesh
#1971
#chuadanga
Ещё видео!