Welcome to my channel
Song : Agee khaitae patar biri
Singer : Biswajit
Lyric & Tune : Sheikh Mofazzul Hussain
Presented by Sheikh Mofazzul Official
Lyric :
আগে খাইতায় পাতার বিড়ি
ওখন দেখাও বাবুগিরী
পাইয়া তুমি ডানহিল আর বেনসন
মায়ার চানরে কিতার আনছিলাম লন্ডন
আমি কিতার লাগি আনছিলাম লন্ডন
মায়ার চানরে কিতার লাগি আনছিলাম লন্ডন ll
টেকার পিছে খালী ঘুরো
যখন দরকার পাইনা ঘরও
চান্স পাইলে ওভার টাইম ও করো
কয় দেশও কও লইয়া গেলায়
তুমি খালী টেকা চিনলায়
আইবার আগে দেখছিলায় স্বপন
তুমি আইবার আগে দেখছিলায় স্বপন ll
আমি অইলাম খেওয়া নাও
ঘাট পার অইয়া দেখাও পাও
ভালা মাতলে কও কইরোনাগো রাও
যার কোনতা নাই করলাম দয়া
আইবার বাদে ঔনি মায়া
সেলফিস অইয়া ভাংলায় রিলেশন
তুমি সেলফিস অইয়া ভাংলায় রিলেশন ll
লাল পাসপোর্ট পাইছো জামাই
মোফাজ্জল কয় আর দরকার নাই
একলা খাও তোমার সব কামাই
আইবার আগে কতো আদর
অখন কে কার লইবো খবর
তুমি নাই আগর মতন
হায়রে তুমি নাই আগর মতন ll
Ещё видео!