জ্ঞানমূলক প্রশ্নের ধরন ও উত্তর কৌশল
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হলো সম্পূর্ণ স্মৃতিনির্ভর। এ ধরনের প্রশ্নে শিক্ষার্থী জ্ঞান দক্ষতা যাচাই করা হয়।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর উদ্দীপকে উল্লেখ থাকবে না; উদ্দীপক সংশ্লিষ্ট গদ্য/কবিতা/উপন্যাস/নাটকে সরাসরি উল্লেখ থাকবে।
মূল বইতে উল্লেখ নেই এমন কোনো তথ্য জ্ঞানমূলক প্রশ্নে জানতে চাওয়া হবে না।
তাই মূল বই পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে এবং তথ্যমূলক অংশ খাতায় নোট করে তা আয়ত্ত করতে হবে।
এ জাতীয় প্রশ্ন, কী, কে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে করা হয়। তাই এ জাতীয় শব্দ দিয়ে মূল বই থেকে যেসব প্রশ্ন হতে পারে তা আয়ত্ত করতে হবে।
মূল বইয়ের গদ্য/কবিতা/উপন্যাস/নাটক ছাড়াও লেখক/কবি/ঔপন্যাসিক/নাট্যকার পরিচিতি অংশ সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। তাঁদের জন্ম, মৃত্যু, উপাধি, ছদ্মনাম, পুরস্কার, উল্লেখযোগ্য গ্রন্থ ইত্যাদি মনে রাখতে হবে।
পাঠ্যভুক্ত প্রতিটি গদ্য/কবিতা/উপন্যাস/নাটক কোন সালে রচিত হয়েছে, প্রথম কোন সালে প্রকাশিত হয় এবং কোন গ্রন্থে সংকলিত হয়েছে তা মনে রাখতে হবে।
গদ্য/কবিতার উৎস, মূলবক্তব্য এবং শব্দার্থ ও টীকা অংশ ভালোভাবে আয়ত্ত করতে হবে।
বাংলা সহপাঠ মূল বইয়ের শুরুতে দেওয়া ভূমিকাসহ উপন্যাস ও নাটক সম্পর্কিত আলোচনা অংশটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে।
এ জাতীয় প্রশ্নের ১০০%-ই মূল বই থেকে কমন পড়বে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। জ্ঞানমূলক প্রশ্নের নম্বর ১। এর উত্তর একটি শব্দে, একাধিক শব্দে বা একটি বাক্যেও দেওয়া যাবে না। তবে এ স্তরের উত্তর একটি পূর্ণাঙ্গ বাক্যে দিলে ভালো। আর এক্ষেত্রে মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে সেটির বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে। যেমন- 'অভাগীর স্বর্গ' গল্পের লেখক কে? এখানে 'সঞ্জীবন্দ্র চট্টোপাধ্যায়'-এর নামের বানানটি ভুল হলে উত্তর কাটা যাবে, কোনো নম্বর পাবে না।
কিভাবে অনুধাবনে ২ নম্বর পাওয়া যাবে:
অনুধাবনমূলক প্রশ্নের নম্বর ২। কারণ এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। তুমি ইচ্ছে করলে জ্ঞানমূলক অংশের উত্তর আগে অনুধাবনমূলকের উত্তর পরে অথবা অনুধাবনমূলকের উত্তর আগে জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পার। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনমূলকের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক প্যারাতেও লেখা যায়। তবে দুই প্যারাতে লেখার চেষ্টা করবে। আর অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা কবি/ সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর হবে- জিরো ফ্যাট' অর্থাৎ চর্বিশূন্য। শুধু অনুধাবনেই নয়, কোনোক্রমে কোনো প্রশ্নের উত্তরেই অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।
জ্ঞানমূলক প্রশ্ন
অনুধাবনমূলক প্রশ্ন
উপস্থাপন অনুধাবনমূলক প্রশ্ন তৈরির নিয়ম
সৃজনশীল পদ্ধতিতে উত্তর লেখার নিয়ম
কিভাবে অনুধাবনে ২ নম্বর পাওয়া যাবে
জ্ঞানমূলক অংশ
প্রয়োগমূলক প্রশ্নের ধরন
HSC 2022 ব্যাচ
জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষার খাতায় উপস্হাপন
Live Solution ক্লাস
লেখার পদ্ধতি
সৃজনশীল প্রশ্নের উত্তর
handwriting
hsc
ssc
সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন সমাধানের উপায়
সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন কীভাবে তৈরি করবো
CQ question
সৃজনশীল প্রশ্ন কাঠামো
উচ্চতর দক্ষতা
প্রয়োগমূলক
সৃজনশীল প্রশ্নের উত্তর করার নিয়ম
#handwriting #জ্ঞানমূলক_প্রশ্ন #অনুধাবনমূলক_প্রশ্ন #সৃজনশীল_প্রশ্ন #drnabil #CQ #hsc
Ещё видео!