পোল্ট্রি বাজারে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সিন্ডিকেট। প্রতিশ্রুতি থেকে সরে গেলেন খামারী-ব্যবসায়ীরা। মাত্র তিনদিনের ব্যবধানে একটু একটু করে বাড়ছে দাম। অভিযানের সুফল মিলছে না ভোক্তা পর্যায়ে। ব্রয়লার মুরগির দার বাড়ার প্রভাব পড়েছে দেশি ও সোনালী জাতের মুরগির দরে। ক্রেতারা বলছেন, নজরদারির দুর্বলতার সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। দোকানীরা জানান, দালাল সিন্ডিকেট উসকে দিচ্ছে দাম।
আবারও অস্থির মুরগির বাজার; সিন্ডিকেট উসকে দিচ্ছে দাম! | Poultry bazar | Jamuna TV
- Subscribe to our channel: [ Ссылка ]
- Follow us on Twitter: [ Ссылка ]
- Find us on Facebook: [ Ссылка ]
- Check our website: [ Ссылка ]
#JamunaTelevision #JTV #যমুনাটিভি
Ещё видео!